অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল
আইপিএল কবে হবে, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা।
করোনার জন্য অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল। মাস দু’য়েক বা মাস তিনেক পরে পরিস্থিতি যদি কিছুটা স্বাভাবিক হয়, তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ফের আইপিএল নিয়ে ভাবতে পারে।
বুধবার সকালে আইপিএল-এর চিফ অপারেটিং অফিসার হেমাঙ আমিন আটটা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছে, দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর ফলে গ্রীষ্মের উইন্ডোতে আইপিএল হওয়া সম্ভব নয়।

No comments: