করোনা থেকে বেঁচে ফেরার গল্প শোনালেন চিকিৎসক
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মরণঘাতি এই ভাইরাসকে পরাজিত করে ফিরে আসছেন অনেকে। সংক্রমণ হওয়ায় মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে যাচ্ছে ভাইরাসটি। আর এইভাবে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছেন। এমনইকভাবে আক্রান্ত হয়েছিলেন বেলজিয়ামের এক চিকিৎসক। এই চিকিৎসক একজন ইউরোলজিস্ট। বেঁচে ফিরে শুনিয়েছেন করোনা সঙ্গে যুদ্ধের গল্প।
অ্যান্তয়িন সেসিন নামে বেলজিয়ামের ওই চিকিৎসককে করোনা আক্রান্ত হওয়ার পর তিন সপ্তাহ কোমায় ছিলেন। তাকে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে (আইসিইউ) রাখা হয়েছিল। সম্প্রতি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
ওই চিকিৎসক বলেন, আমি যেন আমার শেষ দেখতে পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে, আমি হয়তো মারা যাব। আর হয়তো ঘুম থেকে উঠব না, হয়তো বাঁচব না।
মঙ্গলবার (০৭ এপ্রিল) তাকে ইন্টেন্সিভ কেয়ারে স্থানান্তর করা হয়। তিনি জানান, কোমায় থাকা অবস্থায় তিনি তার বাবাকে দেখতে পেয়েছেন এবং তার সঙ্গে কথা বলেছেন। সেসিনের বাবা ৪ বছর আগে মারা গেছেন। এখন তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন
বেলজিয়ামে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে আরও ৫ হাজার ৬৮৩ জন।
Tag: others

No comments: