তেলেঙ্গানা থেকে বিজপুর। প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা। দ্বিতীয় পর্বে লকডাউন শুরু হওয়ার পরই আর স্থির থাকতে পারেনি ১২ বছরে মেয়ে জামলো মাকদাম। ভিনরাজ্যে লঙ্কা ক্ষেতে কাজ করে সে। পনেরো দিন যে কোনওভাবে কাটিয়ে দিলেও ভিনরাজ্যে থাকার মতো টাকা আর তার কাছে নেই। তাই গ্রামের আরও কিছু মানুষের সঙ্গে হেঁটেই বাড়ির যাওয়ার সিদ্ধান্ত নেয় জামলো। কিন্তু কে জানত তার ওই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা বাড়ি যাওয়ার আগেই থেমে যাবে!
তিন দিন। প্রায় না-খাওয়া। দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে ফেলে জামলো। ১৫ এপ্রিল যাত্রা শুরু করে ১১ জনের একটি দলের সঙ্গে। তারাও লঙ্কা ক্ষেতে কাজ করে। জাতীয় সড়ক দিয়ে হাঁটার উপায় ছিল না। পুলিসকে এড়াতে জঙ্গলের মধ্য দিয়ে তাদের যেতে হয়। ওই দলের এক ব্যক্তি জানান, জামলো সে ভাবে খাওয়া-দাওয়া করেনি। শরীর দুর্বল হয়ে পড়ে। আর ১৪ কিলোমিটার পথ অতিক্রম করলে বাড়ি পৌঁছতে পারতো জামলো। কিন্তু সম্ভব হয়নি। ক্লান্ত পা দুটোর তার ওই ছোট্ট শরীরকে আর ধরে রাখার সামর্থ্য ছিল না। লুটিয়ে পড়ে মাটিতে।
অলক্ষ্যে দাঁড়িয়ে করোনা! ৩ দিনে দেড়শো কিমি পথ হেঁটেও বাড়ি ফেরা হলো না বালিকার
Tag: others

No comments: