Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মৃতের সংখ্যার কমছে নিউইয়র্কে




করোনাভাইরাসে নিউইয়র্কে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যুর সংখ্যা ৫০০ জনের নিচে নেমে এসেছে। চলতি মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু সংখ্যার রেকর্ড এটি। তবে, গতকালও সেখানে আরও চার বাংলাদেশির মারা গেছেন। তারা হলেন-সমীর দেবনাথ, সাইফুল খান বাবুল, শওকত হাসান সুয়েব ও মুনা নাসরিন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় ১৭৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, এখন ফেডারেল অর্থ সাহায্য জরুরি। তিনি ২১ এপ্রিল ওয়াশিংটন যাচ্ছেন। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদিনের করোনা নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেন, নিউইয়র্কে অনেক ভালো কিছুই ঘটছে। গভর্নর কুমো তার কিছু লোক নিয়ে ২১ এপ্রিল হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে বসবেন। তিনি এ বৈঠকের জন্য মুখিয়ে আছেন। রাজ্যেটির গভর্নর জানান, নিউইয়র্কের হাসপাতালে ভর্তির হার ক্রমাগত কমছে। নতুন ১ হাজার ৩৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে এখন আছেন মোট ১৬ হাজার ১০৩ জন। ২০ এপ্রিল সকাল পর্যন্ত নিউইয়র্কে ৪৭৮ জনের নাম মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে। এদিকে নিউইয়র্কের নার্স ইউনিয়ন রাজ্যের স্বাস্থ্য বিভাগ ও দুটি হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছে। মহামারির এ সময়ে স্বাস্থ্য ও তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে না পারার জন্য তারা এ মামলা দায়ের করেন। নগরীর মেয়র সমকামীদের প্যারেডসহ জুন মাস পর্যন্ত নগরীর সব প্যারেড সমাবেশ বাতিল করার নির্দেশ জারি করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply