Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাড়িতেই তারাবি পড়তে বললেন মাওলানা সাদ




বাড়িতেই তারাবি পড়তে বললেন মাওলানা সাদ

মহামারী করোন ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বর বিভিন্ন দেশের মতো ভারতেও দীর্ঘ লকডাউন চলছে। এ সময়ে সামাজিক-সাংস্কৃতিক ধর্মীয়সহ সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে চলে এসেছে মুসলিমদের পবিত্রতম মাস মাহে রমজান। এমন অবস্থায় জনসুরক্ষার স্বার্থে আসন্ন রমজানে মসজিদে না গিয়ে নিজ নিজ বাড়িতে তারাবি নামাজ পড়তে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি ও তাবলীগ জামাতের প্রভাবশালী ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি। এক বিবৃতিতে মাওলানা সাদ বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কারণে মসজিদে তারাবি নামাজ আদায় করা সম্ভব না হলে এই নামাজ ঘরে বসেই করা যাবে। এছাড়া একসঙ্গে বেশি লোকের জামায়েত না করারও আহ্বান জানান তিনি। করোন ভাইরাস রুখতে বিভিন্ন দেশে সরকারিভাবে আরোপ করা বিধিনিষেধ মেনে চলারও আহ্বান জানিয়েছেন মাওলানা সাদ। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যারা করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন তাদের রক্তের প্লাজমা দান করার আহ্বানও জানিয়েছেন মাওলানা সাদ। তিনি বলেছেন, তাবলীগের যাদের মধ্যে কভিড পজিটিভ পাওয়া গেছে তাদের অনেকেই চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন। সুতরাং তারা যদি এখন রক্তের প্লাজমা দান করেন তা হলে অনেক করোনা আক্রান্ত রোগীর নিরাময়ে সুবিধা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply