Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বান্ধবী রিচার সঙ্গে দেখা করার জন্য যেন 'পাগল' হলেন আলি ফজল




পুলিসের কাছে বিশেষ আবেদন করবেন বলে জানান আলি নিজস্ব প্রতিবেদন : ​লকডাউনের জেরে গত একমাস ধরে বাড়িতে বন্দি রয়েছেন দুজনে। আগামী ৩ মে লকডাউন শেষ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তার আগেই বান্ধবী রিচার জন্য যেন 'পাগল' হয়ে গেলেন বলিউড অভিনেতা আলি ফজল। রিপোর্টে প্রকাশ, লকডাউনের জেরে রিচা চাড্ডার সঙ্গে কোনওভাবেই দেখা করতে পারেছেন না বলিউডের এই অভিনেতা। ফলে দীর্ঘদিন ধরে বান্ধবীর কাছ থেকে দূরে সরে রয়েছেন তিনি। কিন্তু এই দূরত্ব আর ভাল লাগছে না তাঁর। রিচার জন্য মন কেমন করছে। সই কারণেই এবার বান্ধবী রিচা চাড্ডার সঙ্গে দেখা করতে মুম্বই পুলিসের কাছে বিশেষ অনুমতি আলি ফজল চাইতে পারেন বলে খবর। মুম্বই পুলিস যদি অনুমতি দেয়, তাহলে রিচা সঙ্গে তিনি দেখা করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ফুকরে অভিনেতা। যদিও লকডাউনের মাঝে বান্ধবী রিচা চাড্ডার সঙ্গে দেখা করার জন্য আলি ফজলকে মুম্বই পুলিস বিশেষ অনুমতি দেবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে লকডাউনের মাঝে ব্যাটম্যানের মুখোশ পরে গাড়ি নিয়ে বের হন আলি ফজল। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় অভুক্ত মানুষদের পেটে খাবার যোগাতেই িবশেষ প্রচেষ্টা শুরু করেন আলি। সেই ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায় সম্প্রতি। অন্যদিকে চলতি বছরই বিয়ে করবেন বলে স্থির করেন বলিউডের এই সেলেব জুটি। গোয়ায় তাঁদের বিয়ের আসর বসবে বলেও জানা যায়। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জেরে রিচা, আলির বিয়ের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে বলেই খবর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply