আইসোলেশনে থাকা পুলিশ সদস্যসহ ৫১ জনের করোনা হয়নি
আইসোলেশনে থাকা এক পুলিশ সদস্যসহ ৫১ জনের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সুতরাং তাদের কারোরই করোনা হয়নি। এছাড়া এখনো আসেনি ৫৯টি নমুনার রিপোর্ট।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল পর্যন্ত ১১০টি নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারাখানা থেকে আসা আরো নতুন ১১৬ জনসহ ২০৬১ জন শ্রমিককে সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয় প্রশাসন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৬৭৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে ১ পুলিশসহ ২ জনকে রাখা হয়েছে ।
No comments: