মানসিক স্বাস্থ্য নিয়ে বৈঠক বাতিল WHO প্রধানের, ক্ষুব্ধ দীপিকা পাড়ুকোন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে আলোচনায় বসার কথা ছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং WHO প্রধানের।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে আলোচনায় বসার কথা ছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং WHO প্রধানের (Adhanom Ghebreyesus)। অনিবার্য কারণে আপাতত স্থগিত সেই বৈঠক। সোশ্যালে একথা জানিয়েছেন স্বয়ং অভিনেত্রী। একই সঙ্গে তাঁর ক্ষোভ, মহামারী এবং লকডাউনের সময় শারীরিক সুস্থতার পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতাও। কিন্তু সেদিকে নজর দেওয়ার তাগিদ অনুভব করছেন না WHO প্রধান। এটি তিনি একেবারেই আশা করেননি। আলোচনায় কী করে মানসিক দিক থেকে ভেঙে না পড়ে বিশ্ববাসী লড়াই চালাতে পারেন মহামারীর বিরুদ্ধে সেটাই ছিল দুই পক্ষের আলোচনার বিষয়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরিই এই আলোচনার আয়োজন করা হবে। এই মুহূর্তে বিশ্বের সার্বিক পরিস্থিতি দেখেই স্থগিত রাখা হয়েছে বৈঠক।
জনতার রোষের শিকার 'দ্রৌপদী' রূপাও! রাস্তায় ফেলে পেটানো হয়েছিল তাঁকেও
দেখুন পোস্ট:
দিন কয়েক আগে সোশ্যালে দীপিকা জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কথা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের। মহামারীর সময় এবং পরে তৈরি নানা পরিস্থিতি চাপ এবং ছাপ ফেলবে সাধারণের মনে। সেই সমস্যা কী করে কাটিয়ে ওঠা যাবে এবং তার জন্য কী কী করতে হবে তাই নিয়ে আলোচনায় বসার কথাও ঠিক হয়।
এর আগে অভিনেত্রীকে "সেফ হ্যান্ডস" চ্যালেঞ্জের জন্য মনোনীত করেছিলেন ডাঃ টেদ্রোস অ্যাধনম ঘেরবাইয়াস। দীপিকা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন সেই সময়। সেখানে দেখা গেছে, নির্দেশ মেনে সাবান দিয়ে হাত ধুচ্ছেন তিনি। স্যানিটাইজডও করছেন।। দীপিকার সঙ্গে এই চ্যালেঞ্জ নিয়েছিলেন বলিউডের আরও তারকা এবং রজার ফেডারার, ক্রিশ্চিয়ানো রোনাল্ড এবং বিরাট কোহলি।
Tag: Entertainment
No comments: