সরকার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধে পুরোপুরি ব্যর্থ: মেনন
সরকার স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধে পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা।
রাজধানীর প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধের দাবিতে এক প্রতিবাদী সমাবেশে তারা একথা বলেন। এতে বক্তারা অভিযোগ করেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার শুরু থেকেই অবহেলা করেছে।
করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতি বেড়েছে বলে মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
No comments: