Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » একদিনে ভারতে প্রায় ২০ হাজার সংক্রমিত! ছাপিয়ে গেল সব রেকর্ড




 দেশে একদিনে প্রায় ২০ হাজার সংক্রমিত! ছাপিয়ে গেল সব রেকর্ড
 

নয়াদিল্লি: সব রেকর্ড ছাপিয়ে একদিনে প্রায় ২০ হাজার সংক্রমিত দেশে (Single day highest spike)। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট সংক্রমিত ১৯,৯০৬ জন। এই সংক্রমণ ধরলে দেশে মোট সংক্রমিত ৫,২৮, ৮৫৯। রবিবার সকালে এই পরিসংখ্যান দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণের বিচারে বিশ্বের চতুর্থ দেশ ভারত (Covid-19 in India)। আগে ইউএস, ব্রাজিল আর রাশিয়া (Covid-19 in US, Brazil and Russia)।
দেশের একদিনে সর্বাধিক সংক্রমিত, দেখে নিন ১০টি তথ্য
দেশের ৮টি রাজ্য-মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাত, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গ মোট সংক্রমণের ৮৫.৫% অবদান রেখেছে। এই রাজ্যগুলোর থেকেই শতাংশের বিচারে মোট মৃতের হার প্রায় ৮৭।
পরপর দু'দিন মহারাষ্ট্রে একদিনে সংক্রমিত পাঁচ হাজার। এই সংক্রমণের জেরে সে রাজ্যে মোট সংক্রমিত ১,৫৯,১৩৩
মহারাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে দিল্লি। সে রাজ্যে মোট সংক্রমিত ৮০ হাজার। মোট মৃত ২৫৫৮। ক্রমাগত বেড়ে চলা সংক্রমণে দিল্লিতে সংকটের মুখে করোনা বেড।
এদিকে দেশে ক্রমাগত বেড়ে চলা সংক্রমণের আঁচ থেকে বাঁচতে প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন পালন করছে কর্নাটক।নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাইরে আরও কর্মকাণ্ড করা যাবে না রবিবার। ৫ জুলাই থেকে বলবৎ এই বিধি
 শনিবার দেশব্যাপী মোট ২,৩১,০৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এযাবৎকাল মোট ৮২,২৭,৮০২ জনের নমুনা পরীক্ষা হয়েছে
গত ডিসেম্বরে চিনের উহান প্রদেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ায়। আর ৩১ জানুয়ারি দেশে প্রথম করোনা রোগীর খোঁজ মেলে। সেই থেকে এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিত পাঁচ লক্ষ ছাড়িয়েছে। সক্রিয় সংক্রমণ দু'লক্ষের বেশী। মৃত ১৬ হাজার
ইতিমধ্যে প্রতিদিন বেড়ে চলা সংক্রমণের জন্য কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। মোদি সরকারের সংক্রমণ প্রতিরোধে কোনও কৌশল নেই। আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী। এ ভাষাতেই আক্রমণ করেন রাহুল গান্ধি
এদিকে করোনা চিকিৎসায় সাশ্রয়ী স্বল্পমূল্যের স্টেরয়েড ডেক্সামেথাসোনের ব্যবহারে অনুমোদন দিয়েছে
ইন্দো-মার্কিন চিকিৎসক সংগঠনের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, "করোনার বিরুদ্ধে এই লড়াই, দেশবাসীর লড়াই। এদেশে প্রতি লক্ষে ১২ জনের কম মৃত। অন্য দেশের থেকে অনেক কম।"
বিশ্বে মোট সংক্রমিত ১০ মিলিয়ন পেরিয়েছে। এক মিলিয়নের অর্ধেক মানুষ বিশ্বব্যাপী মৃত। সবচেয়ে বেশি মৃত মার্কিন মুলুকে। আর সুস্থতার নিরিখে এগিয়ে ব্রাজিল






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply