দুবাইতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত থেকে সকল নাগরিকদের স্বাভাবিক চলাচলের ওপর বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে লকডাউনের কবলে আবদ্ধ থাকা দুবাইয়ের সকল নাগরিকসহ প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে গত তিন মাস সেনিটেশন প্রক্রিয়া ও লকডাউনের পরিপ্রেক্ষিতে দুবাইতে অবস্থানরত দেশী-বিদেশী সকল নাগরিকরা বিভিন্ন ভাবে ঘরে আবদ্ধ ছিল। বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধকতা তুলে দিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাসী বাংলাদেশিরা জানান, গত তিন মাস আমরা ঘরে আবদ্ধ ছিলাম। যেহেতু বর্তমানে এটা স্বাভাবিক করে দিয়েছে সেহেতু এটা আমাদের জন্যে এটা ভালো খবর।
লকডাউন তুলে দেয়ায় দুবাইতে আবারো প্রাণচাঞ্চল্য ও স্বাভাবিক জীবন যাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে কাজে যোগ দিতে শুরু করেছে স্থানীয়সহ প্রবাসীরা বাংলাদেশীরা।
মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত শহর দুবাই করোনা সংকট কাটিয়ে আবারো তার নিজস্ব চেহারায় ফিরে আসবে বলে মনে করছেন সবাই।
No comments: