Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সাকিবে অটুট গুরুর আস্থা




 সাকিবে অটুট গুরুর আস্থা

সব ঠিক থাকলে ১০০ দিন পর উঠে যাবে নিষেধাজ্ঞা। সাকিব আল হাসান আবার ফিরবেন মাঠে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার শাস্তি হিসেবে সবধরনের ক্রিকেট থেকে দুবছরের জন্য বাইরে থাকা টাইগার অলরাউন্ডারের এবছরই ফেরা সম্ভব একবছরের স্থগিত নিষেধাজ্ঞা উঠে গেলে। ফেরাটা কেমন হতে পারে সেটি খুব ভালোভাবে অনুমান করতে পারছেন ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম। সামনের সময়ে নতুনরূপে সাকিবকে দেখা যাবে এমন বিশ্বাস সাবেক কোচের।

খেলাধুলা নিয়ে চ্যানেল আই অনলাইনের লাইভ শো ‘বি অ্যাক্টিভ’য়ে অতিথি হয়ে বিকেএসপির সাবেক কোচ ও বর্তমানে প্রতিষ্ঠানটির ক্রিকেট উপদেষ্টা হিসেবে কর্মরত নাজমুল বললেন অনেক কথাই। যথারীতি আসে সাকিব প্রসঙ্গও।

‘সাকিবের কাণ্ডে নিঃসন্দেহে আঘাত পেয়েছি। সাকিব একজন রোল মডেল সবার জন্য। সবাই চায় রোল মডেলের ক্লিন একটা ইমেজ থাকবে। তাকে যারা অনুসরণ, অনুকরণ করে তারা সেটাই চাইবে, আমরাও চাইবো। এই বাজে অভিজ্ঞতাটা সাকিবকে হয়ত দারুণভাবে ইতিবাচক দিকে নিয়ে যাবে। মানুষ হিসেবে তার মাঝে কিছুটা পরিবর্তন আসবে। আরও জ্ঞানী হবে এবং চিন্তা-ভাবনার মধ্যে পরিবর্তন আসবে।’

‘খেলার কথা যদি বলি, আমার ধারণা সাকিব এখনও সেরা সময়ে আছে। কারণ সাকিব-তামিম-মুশফিক যখন খেলা শুরু করেছিল, তখন ওদের বয়স খুব কম ছিল, ওই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলা খুব সহজ না। বাংলাদেশের মতো দেশের হয়ে খেলা সহজ না। যেহেতু ওরা প্রথম থেকেই ভালো খেলছিল, সবার চোখে পেড়েছিল, ওদের উপর চাপটাও কিন্তু বেশি ছিল। ওই পরিমাণ চাপ নিয়ে ওই বয়সে খেলা সহজ ব্যাপার না। তখন ওরা অতটা পরিণত ছিল না। আমাদের সিস্টেম কিন্তু এত পরিণত খেলোয়াড় তৈরি করার না, যারা বিভিন্ন ধরনের চাপ সামলানো শিখবে। সে ব্যবস্থা আমাদের এখানে নেই।’




লাইভ শো ‘বি অ্যাক্টিভ’য়ের সঞ্চালক সাজ্জাদ খান (বাঁয়ে) ও নাজমুল আবেদীন ফাহিম
‘ওরা খেলতে খেলতে সময়ের সঙ্গে শিখেছে। পারফর্ম করার সময়টা ওদের এখন এসেছে। আমরা ২-৩ বছর ধরে দেখছি মুশফিক খুব ভালো খেলছে। তামিমের খেলার ধরনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ফিটনেস অনেক উন্নত হয়েছে। অনেককিছু করার উপলব্ধি তাদের মাঝে এসেছে। এখন ওরা সবচেয়ে ভালো জায়গায় আছে। আমার মনে হয় এখন ওরা বেস্ট ক্রিকেট খেলবে, আগামী ৪-৫ বছর যতদিনই খেলুক।’

‘সাকিব বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে। এখন সে বুঝতে পেরেছে ওর লেভেল সম্পর্কে। এখন নিজের কাছে অনেক বড় বড় ইনিংস আশা করে বা ভালো বোলিং পারফরম্যান্স আশা করে। সাকিব খুব সহজে সন্তুষ্ট হওয়ার মানুষ না। এই লেভেলটা মেইনটেইন করোর চেষ্টা করবে। আমি নিশ্চিত সে যখন ফিরে আসবে, অনেক ভালো করবে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply