Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শেষ বিকেলে জমে উঠল ম্যানচেস্টার টেস্ট




 শেষ বিকেলে জমে উঠল ম্যানচেস্টার টেস্ট

সিরিজে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ইংল্যান্ডের। প্রথম ইনিংসে রানপাহাড় গড়ে মঞ্চটা বেশ সাজিয়েছে স্বাগতিকরা। বৃষ্টি তৃতীয় দিন ধুয়ে নিয়ে করে বসে ঝামেলা! পরে জবাব দিতে নেমে সফরকারী উইন্ডিজ দারুণ ব্যাটিংয়ে মাথাব্যথা বাড়ায় ইংলিশদের। চতুর্থদিনের শেষ বিকেলে সেই দেয়াল গুঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলেছে জো রুটের সতীর্থরা।

ম্যানচেস্টারে টেস্টের চতুর্থ দিনে প্রথম ইনিংসে দারুণ ধৈর্যে আড়াইশ ছোঁয়ার পর ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং। ফলোঅন এড়িয়ে অলআউট হওয়ার আগে তারা করেছে ২৮৭ রান।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৯ রান তুলে ব্যাটিং ছাড়া ইংল্যান্ড তাতে ১৮২ রানের বড় লিডই পায়। জয়ের খোঁজে থাকা স্বাগতিকরা দ্রুত কিছু রান তুলে পঞ্চম দিনে যত বেশি সময় সম্ভব ব্যাটিং দিতে চাইবে উইন্ডিজকে। দ্রুত রান তোলার শুরুটা শেষ বিকেলেই করে ইংলিশরা।

তাতে চতুর্থ দিনে ৩৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। অবশ্য ব্যাটিংয়ের অনেকটাই বাকি তাদের, লিড ইতোমধ্যেই ২১৯ রানের হয়ে গেছে। রোচের বলে ফিরে গেছেন ওপেনার হয়ে যাওয়া বাটলার, রানের খাতা খোলার আগেই।



ক্রাউলিও ১১ রানের বেশি দিতে পারেননি। আরেক মেইকশিফট ওপেনার বেন স্টোকস ১৬ রানে অপরাজিত আছেন, প্রথম ইনিংসে দেড়শ ছাড়ানো ইনিংস আছে তার। অধিনায়ক জো রুটকে (২) নিয়ে শেষদিনের শুরু করবেন তিনি।

এর আগে রোববার তিনশর নিচে গুটিয়ে যাওয়ার পথে উইন্ডিজ রান পেয়েছে ব্র্যাথওয়েট ৭৫, ব্রুকস ৬৮ ও রোস্টন চেসের (৫১) থেকে।

ব্রড ও ওকস ৩টি করে 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply