Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মাঠে গড়ালো ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ




মাঠে গড়ালো ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ অব‌শেষে অবসান হলো সব প্রতিক্ষার। অস্ট্রিয়া গ্র্যান্ড পিক্স দিয়ে মাঠে গড়ালো ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপের ২০২০ মৌসুম। যেখানে পুল পজিশনে এগিয়ে থেকে রেস জিতেছেন ভাল্টারি বোটাস। তার কন্সট্রাক্টর হিসেবে ছিলো মার্সেডিজ বেঞ্জ। তবে দুই নম্বরে থাকলেও ৫ সেকেন্ড পেনাল্টি হওয়ায়, চতুর্থ অবস্থানে থেকে রেস শেষ করেছেন বর্তমান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। ফলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন চালর্স লেক্লার্ক। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলে বিদ্যুৎ গতিতে ছুটে চলছে কন্সট্রাক্টর মার্সেডিজ বেঞ্জ। তার পেছন পেছন ফেরারী, রেড বুল, BWT, ম্যাকলার্ন, হুন্ডা, রেনল্ট। রেসিং ভক্তদের কাছে এমন দৃশ্য স্বস্তির। আর তাও যদি হয় দীর্ঘ ৭ মাসের প্রতীক্ষা শেষে, তবে তো কথাই নেই। করোনা সংকোট আর ফর্মুলা ওয়ানের ইতিহাসে এই প্রথম রেস শুরু হলো অস্ট্রিয়ান গা-পিক্স দিয়ে। এই প্রথম ছিলোনা দর্শক উপস্থিতিও তবুও উন্মাদনা আর উচ্ছ্বাসের ছিলোনা কোন কমতি। প্রথম লেপেই লিড কন্সট্রাক্টর মার্সেডিজ বেঞ্জের ভাল্টারি বোটাসের। আর বিপত্তিটা ১১তম লেপে। ৪ নম্বরে থাকা ম্যাক্স ভেস্তাপেনের কন্সট্রাক্টর রেড বুলে দেখা দেয় যান্ত্রিক সমস্যা ফলে রেস থেকে ছিকটে পড়েন তিনি। ৪ বারের টাইটেল জয়ী সেবাস্তিয়ান ভেলেও গল্পটাও অভিন্ন। নিয়ন্ত্রণ হারিয়ে হতাশয় ডোবান সমর্থকদের। গল্পটা ৩১তম রাউন্ডের। সেফটিকারের টাইমআউটের আগ পর্যন্ত শীর্ষস্থানটা ধরে রেখেছিলেন ভাল্টারি বোটাস। দুইয়ে লুইস হ্যামিল্টন। ৩ আর ৪ নম্বরের জায়গা নিয়ে লড়ছিলেন পেরেজ ও অ্যালেক্সজান্ডার অ্যালবন। মাঝে চাকা মচকে রেস থেকে চিটকে যান রাসেল ও রিকার্ডো। লেপ শেষ হওয়ার ১০ রাউন্ড আগে দেখা দেয় চরম নাটকীয়তা। দারুণ লড়তে থাকা কন্সট্রাক্টর রেড বুলের অ্যালেক্সজান্ডার অ্যালবন ছিটকে যান ট্র্যাক থেকে। ৬৬ নম্বর লেপে নিয়ম ভঙ্গের অভিযোগে লুইস হ্যামিল্টনকে পেনাল্টি দেয়া হয় ৫ সেকেন্ড টাইম। আর রেস শেষ হওয়ার ঠিক আগের লেপে দূর্ভাগ্যজনকভাবে ছিটকে যান দানি কেভিয়াত। শেষ পর্যন্ত ভাল্টারি বোটাস শীর্ষে থেকেই শেষ করেন লড়াই। হ্যামিল্টন দুইয়ে থাকলেও ৫ সেকেন্ড যোগ করে তাকে সন্তুষ্ট থাকতে হয় ৪ নম্বরে। কন্সট্রাক্টর ম্যাকলার্ন নিয়ে তিনে ছিলেন ল্যান্ডো নোরিস। ফর্মুলা ওয়ান রেসার ভাল্টারি বোটাস বলেন, শুরুটা প্রত্যাশিতই হলো। তবে এখনও অনেক দূরে যেতে হবে। প্রত্যাশা এই ফর্মটা ধরে রাখতে পারবো। ফর্মুলা ওয়ান রেসার চার্লস লেক্লার্ক বলেন, ট্র্যাকটা দারুণ ছিলো। মাঠে ফিরতে পেরেই আমি খুশি। লড়াইটা-ও দারুণ উপভোগ্য ছিলো। আগামী ১২ জুলাই স্টাইরান গ্র্যান্ড পিক্সে হবে দ্বিতীয় রাউন্ডের লড়াই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply