Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » সাকিবের সামনে আরো একটি রেকর্ডের হাতছানি!




সাকিবের সামনে আরো একটি রেকর্ডের হাতছানি! শিরোনাম দেখে নিশ্চয়ই চোখ কপালে উঠবে অনেকের। ক্রিকেট মাঠ থেকে তো সাকিব নিষিদ্ধই, তাহলে রেকর্ডের হাতছানি কিভাবে? খুলে বলা যাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। টেস্টে ১৫০ উইকেট ও ৪ হাজার রান করা ৫ম অলরাউন্ডার তিনি। আর এই রেকর্ডের পর আবারো ঘুরেফিরে আসছে টাইগার পোস্টার বয় সাকিব আল হাসানের নাম। টেস্টে ১৫০ উইকেট ও ৪ হাজার রান করা অলরাউন্ডারের সংখ্যা ৫। এই তালিকায় আছেন স্যার গ্যারফিল্ড সোবার্স, কপিল দেব, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিস এবং সবশেষ সংযুক্ত বেন স্টোকস। এই তালিকায় সাকিবও যোগ দেবেন দ্রুতই। টেস্টে সাকিবের শিকার ২১০ উইকেট। তবে ৪ হাজার রান থেকে তিনি মাত্র ১৩৮ রান দূরে দাঁড়িয়ে। অর্থাৎ আর মাত্র ১৩৮ রান করলেই, ষষ্ঠ ক্রিকেটার হিসেবে কিংবদন্তীদের তালিকায় যোগ দেবেন সাকিব আল হাসান। তবে এক জায়গায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে টাইগার অলরাউন্ডারের। দ্রুততম এই মাইলফলক ছোঁয়ার রেকর্ড থেকে সাকিবকে আটকানো মুশকিলই বটে। টেস্টে দ্রুততম ১৫০ উইকেট ও ৪ হাজার রান করার রেকর্ডটি স্যার গ্যারফিল্ড সোবার্সের দখলে। মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ৬৩টি ম্যাচ। ১ ম্যাচ বেশি খেলে ২য় অবস্থানে স্টোকস। সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে সাকিবের। এখন পর্যন্ত ৫৬টি টেস্ট খেলেছেন সাকিব। তাতেই তার রান ৩৮৬২, উইকেট ২১০ টি। অর্থাৎ দ্রুততম মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়ার জন্য সাকিবের হাতে আছে আরো ৭টি ম্যাচ। মাত্র ১৩৮ রান করতে এতোগুলো টেস্ট লাগার কথা নয় সাকিবের। তাতে যে আরো একটি রেকর্ড বাংলাদেশি অলরাউন্ডারের দখলে যাচ্ছে, সেটি নিশ্চিত করেই বলা যায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply