Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ১২ কিলোমিটার দৌঁড়ে অপরাধীকে ধরিয়ে দিলো কুকুর




 ১২ কিলোমিটার দৌঁড়ে অপরাধীকে ধরিয়ে দিলো কুকুর

এ যেন অভূতপূর্বই কোনো ঘটনা। পশু বিশেষজ্ঞদের মতে, সাধারণত একটি প্রশিক্ষিত স্নিফার কুকুর একটানা ৪ থেকে ৫ কিলোমিটার দৌঁড়াতে পারে। কিন্তু টুঙ্গা নামের একটা কুকুর ১২ কিলোমিটার দৌঁড়ে এক অপরাধীকে ধরিয়ে দিয়েছে।

নয় বছর বয়সী এ কুকুরের কৃতিত্বে বিস্মিত হয়েছে পুলিশও। তাকে এমন বীরত্বের জন্য পুরস্কৃতও করা হয়েছে।

এনডিটিভি জানায়, ঘটনাটি ভারতের কর্ণাটকের দাভাঙ্গেরে জেলার। চেতন নামের এক দুষ্কৃতকারী শুরুতে কয়েকজনের সাহায্যে চুরি করে। পরে রিভলভার দিয়ে একজনকে হত্যাও করে। শেষে খুনি কাশীপুর নামক একটি গ্রামীণ এলাকায় গা ঢাকা দেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সেই খুনিকে খুঁজতেই মাঠে নামানো হয় বেঙ্গালুরু পুলিশের স্নিফার কুকুর টুঙ্গাকে। সে ঘটনাস্থলে পৌঁছনোর  জন্য পুলিশকে ১২ কিলোমিটার দূরে নিয়ে যায়।

হে়ড কন্সটেবল প্রকাশ জানান, অন্তত তিন ঘণ্টা রাস্তা শুঁকে শুঁকে দৌঁড়ে পুলিশকে সে একটি বাড়়ির সামনে নিয়ে এসে দাঁড় করায়। সেই বাড়িটিতেই লুকিয়ে ছিলো অপরাধী। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সে অপরাধ স্বীকার করে নেয়।

কর্ণাটক পুলিশের ডিজি অমিত কুমার জানালেন, এর পুরো কৃতিত্ব টুঙ্গার। এই বীরত্বের জন্য ১৭ জুলাই রীতিমতো অনুষ্ঠান করে টুঙ্গাকে পুরস্কৃত করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply