মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, জেলে নিখোঁজ
মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, জেলে নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারম পুরে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে হোসেন মিয়া (৫৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এ নৌ-দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন হোসেন মিয়া। তার বাড়ি উপজেলার তাল শহর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোর থেকে চরসোনারাম পুর এলাকার মেঘনা নদীতে মাছ ধরছিলেন আশুগঞ্জ তালশহর গ্রামের হোসেন মিয়াসহ তিন জেলে। সকালে মেঘনানদীতে জেলেদের মাছ ধরার ট্রলারটি তীরে ফেরার সময় নদীতে নোঙ্গর করে রাখা কার্গো ভেসেলের সাথে ধাক্কা লেগে সেটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে দুই জন সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হন। নদীতে তীব্র স্রোতের কারণে হোসেন মিয়া (৫৫) তলিয়ে যায়।
খবর পেয়ে ভৈরব নৌ-পুলিশের একটি ডুবুরিদল এবং আশুগঞ্জ থানা পুলিশের একটি দল যৌথভাবে সকাল থেকে ওই জেলের সন্ধানে নদীতে অভিযান শুরু করছে। তবে এখনো সন্ধান পাওয়া যায়নি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নিখোঁজ জেলের সন্ধানে নৌ-পুলিশের ডুবরি দল কাজ করছে। ভরা বর্ষা মৌসুমে মেঘনা নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
No comments: