বাবা কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের পর এবার কোভিড-১৯ এর পজিটিভ ফল হাতে পেলেন পুত্র অভিষেক বচ্চন। বর্তমানে বাবার সঙ্গে তিনিও মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন।
টুইটে অভিষেক জানান, করোনার উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষা করিয়েছিলেন পিতাপুত্র। প্রথমে অমিতাভ বচ্চনের ফল পজিটিভ আসায় শনিবার সন্ধ্যার পর দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর কিছুক্ষণ পরই নিজেও করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পান।
এ অবস্থায় টুইটে অভিষেক বচ্চন ভয় না পেয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন যে, তার পরিবারের অন্য সদস্যদেরও করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। শিগগির তাদের বিষয়ে রিপোর্ট জানা যাবে।
এদিন সন্ধ্যার পর প্রথমে অমিতাভ বচ্চন তার অফিশিয়াল টুইটে নিজের করোনা পজিটিভ এর সংবাদটি জানান।
তিনি সবার কাছে অনুরোধ করে বলেন, গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন সবাইকে করোনা টেস্ট করানোর অনুরোধ করছি।
করোনার মধ্যেই সম্প্রতি অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘গুলাবো সিতাবো’। যে ছবিতে তার অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। এদিকে অভিষেক অভিনীত ‘ব্রেথ’ নামের একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ১০ জুলাই।
No comments: