Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নিয়ম রক্ষার আলাদা ম্যাচে লিভারপুল-ম্যান ইউ




নিয়ম রক্ষার আলাদা ম্যাচে লিভারপুল-ম্যান ইউ

নিয়ম রক্ষার আলাদা ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে রাত সাড়ে ৯টায় অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে অলরেডরা। আরেক ম্যাচ রাত ১২টায় সাউদাম্পটনের মাঠে লড়বে ম্যানচেস্টার সিটি।

গেলো ম্যাচে এতিহাদ থেকে বড় একটা ধাক্কা খেয়ে এসেছে লিভারপুল। এটা অবশ্য পয়েন্টের জন্য নয়। ৪-০ ব্যবধানের হারটা নিশ্চইয় বেমানান বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। তাও আবার অন্যতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে।

নিয়মরক্ষার এবারের ম্যাচটা অ্যাস্টন ভিলার বিপক্ষে। যাদের টেবিলে অবস্থান ১৮ নম্বরে। ইয়্যুর্গেন ক্লপ নিশ্চয়ই নির্ভার থাকবেন এই ম্যাচে। পরীক্ষা নিরীক্ষার স্কোয়াডে অবশ্য নেই নতুন কোন ইনজুরি সমস্যা। তাছাড়া পরিসংখ্যান বেশ আত্মবিশ্বাসী করবে দলকে।এখন পর্যন্ত অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪ ম্যাচে ১৩-৩ ব্যবধানে জয় পেয়েছে।

তবে কিছুটা চিন্তার ব্যাপার হলো অ্যানফিল্ডে গেলো ৯ ম্যাচে মাত্র ৩টি জয় অলরেডদের। ৫৬ ম্যাচে অপরাজিত ক্লপ বাহিনী। যেখানে টানা জয় রয়েছে ২৩টি। বাকি ৬ ম্যাচে ৫টি জয় পেলেই অল রেডরা ভাঙ্গতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০১৭-১৮ মৌসুমের ১০০ পয়েন্টের রেকর্ড।

ক্লপের চিন্তায় নিশ্চয় রবার্তো ফিরমিনোকে নিয়ে। গেলো ১৭ লিগ ম্যাচে গোলহীন এই তারকা। তবে সাদিও মানে, মোহাম্মদ সালাহরা নিয়মিত গোল করছেন। তাছাড়া ভার্জিল ডাইক, ট্রেন্ট আলেকজেন্ডার, হেন্ডারসনরা দারুণ ছন্দে রয়েছেন। গোলপোস্টের অন্যতম ভরসা অ্যালিসন বেকারতো আছেনই। তাই ঘরের মাঠে জয় পাওয়া কঠিন হবে না লিভারপুলের।

টেবিলের ২ নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি এবার ভ্রমন করবে সাউদাম্পটনে। ঘরের মাঠে লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় জয়ে চনমনে রয়েছে দল। শিরোপা নিষ্পত্তি হয়ে যাওয়ায় এখন অবশ্য দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামার আগে দলের বড় তারকা সার্জিও অ্যাগুয়েরোকে পাচ্ছে না দল। সানে ৫ বছরের জন্য যাচ্ছেন বায়ার্ন মিউনিখে। রিয়াদ মাহারেজ এবং বার্নাডো সিলভাকে নিয়ে রয়েছে শঙ্কা।

পরিসংখ্যান বলছে সাউদাম্পটনের বিপক্ষে অপ্রতিরোধ্য সিটিজেনরা। গেলো ১২ ম্যাচের ১০টিতে জয় ১৭-৪ ব্যবধানে।

তাছাড়া কেভিন ডি ব্রুইনা, রাহিম স্টার্লিং, ফিল ফোডেন, গেব্রিয়েল জেসুস, কাইল ওয়ালকাররা রয়েছেন ছন্দে। তাই দেখার পালা সেন্ট ম্যারি স্টেডিয়াম থেকে কত বড় ব্যবধানে জয় নিয়ে ফিরে গার্দিওলা বাহিনী। 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply