Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ট্রাম্পকে তুলোধুনো করেছেন ডেমোক্র্যাটরা




 

ট্রাম্পকে তুলোধুনো করেছেন ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শুরু হওয়া কনভেনশনে অংশ নিয়ে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেছেন ডেমোক্র্যাটরা। সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ট্রাম্পকে ভুল প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন। জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স বলেছেন, ট্রাম্প আবারো নির্বাচিত হলে হুমকির মুখে পড়বে গণতন্ত্র। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, কারচুপি ছাড়া তার জয় প্রতিহত করা অসম্ভব। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় সোমবার রাতে শুরু হয় বিরোধী ডেমোক্র্যাটদের চার দিনব্যাপী ভার্চুয়াল কনভেনশন। চার ঘণ্টার এ সম্মেলনে ক্ষমতাসীন রিপাবলিকানদের তীব্র সমালোচনা করে বক্তব্য দেন ডেমোক্র্যাট নেতা এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা। নিজের বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তিনি অভিযোগ করেন, হোয়াইট হাউজে একাগ্রতার পরিবর্তে, ট্রাম্প একের পর এক জটিলতা এবং বিভেদ সৃষ্টি করেছেন। যুক্তরাষ্ট্র সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অযোগ্য। নিজেকে প্রমাণের যথেষ্ট সময় পেলেও প্রতিবারই ব্যর্থ হয়েছেন তিনি। আমি জানি, আমার এ কথায় অনেকে কষ্ট পাবেন। আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে বিভক্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আগামী নির্বাচনে আমরা যদি পরিবর্তন আনতে না পারি, এই বিশৃঙ্খলা শেষ হবে না। নিজেদের স্বার্থেই আমাদের উচিত জো বাইডেনকে সমর্থন দেয়া। কনভেনশনে অংশ নিয়ে জো বাইডেনের পক্ষে ভোট চান জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্সও । ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, স্মরণকালের মধ্যে আসন্ন নির্বাচনই মার্কিনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স বলেন, একশ' বছরের মধ্যে আমরা সবচেয়ে বড় সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতি ভেঙে পড়েছে। এরমধ্যে বর্ণবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমাদের এমন একজন প্রেসিডেন্ট দরকার, যিনি কথার পরিবর্তে কাজে মনোযোগী হবেন। ডেমোক্র্যাটদের এমন কড়া সমালোচনার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও আসন্ন নির্বাচনে নিজের জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাস দেখিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছন, কারচুপি ছাড়া তার জয় ঠেকানো অসম্ভব। এদিকে, সিএনএনের এক জরিপে ডেমোক্র্যাটদের থেকে পিছিয়ে থাকলেও, আগের চেয়ে বেড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন। নতুন এ জরিপে দেখা যায়, জো বাইডেনকে ৪৬ শতাংশ আর ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন ৪৫ শতাংশ ভোটার। এর আগে গেল জুনে প্রকাশিত জরিপে ট্রাম্পের সমর্থন ছিল ৪১ শতাংশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply