Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সুশান্তের মৃত্যুর আগে কয়েক ঘণ্টা ঠিক কী হয়েছিল, সিবিআই জেরায় উঠে এল বয়ান




মুম্বই: সুশান্তের মৃত্যুর আগে অভিনেতার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের বসিয়ে জেরা করেছে সিবিআই। আর সেই জেরায় উঠে এসেছে, মৃত্যুর আগে ঠিক কী কী হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের যেদিন মৃত্যু হয় সেদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সিদ্ধার্থ পিটানি এবং তার কর্মী নীরজ ,কেশব ও দিপেশ। তাই তাদেরকে এই মামলার প্রত্যক্ষদর্শী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে সেটা জানতে চাইছে সিবিআই। সেদিন সকালে সুশান্ত কুকুরকে নিয়ে বেরিয়েছিল নীরাজ। ফেরার পথ সুশান্ত তাঁকে জিজ্ঞেস করেন সব ঠিক আছে কিনা। হলঘরটা পরিষ্কার আছে কিনা তাও জিজ্ঞেস করেন অভিনেতা। নীরজ জানিয়েছেন সুশান্ত কখনোই তাদের উপর কোন রাগ প্রকাশ করতেন না। আরেক কর্মী দীপেশ জানিয়েছেন মৃত্যুর আগের রাতে অর্থাৎ ১৩ জুন কোন খাবার খাননি সুশান্ত। শুধু একটু ম্যাংগো শেক খেয়েছিলেন তিনি। আগের দিন রাতে সাড়ে দশটায় ঘুমিয়ে পড়েছিলেন দীপেশ। সকাল সাড়ে পাঁচটায় ওঠেন তিনি। সাড়ে ছ’টা নাগাদ অভিনেতার ঘরে গিয়ে দেখেন দরজা খোলা জেগে বিছানাতেই বসে রয়েছেন সুশান্ত। চা-কফি ব্রেকফাস্ট দেবেন কিনা জানতে চাইলে না করে দেন অভিনেতা। তবে অভিনেতার মধ্যে অস্বাভাবিক কিছু দেখেননি বলেই জানিয়েছেন দীপেশ। ঘরে চলছিল ফ্যান আর চারপাশের পর্দাগুলো সরানো ছিল। দীপেশ খুব সকালে উঠলেও নীরজ এবং কেশব ওঠেন সকাল সাতটা নাগাদ। সকাল সাড়ে নয়টায় কি সব অভিনেতার জন্য ফলের রস ডাবের জল এবং কলা নিয়ে যান। ডাবের জল আর ফলের রস খান সুশান্ত। এরপর সকাল সাড়ে দশটায় এসব এর উপরে যান অভিনেতার ঘরে। শেয়ার করলে তার দুপুরের খাবারে কি খাবে না জিজ্ঞেস করলেও ঘরের ভেতর থেকে কোনো উত্তর আসেনি। ঘরের দরজা বন্ধ ছিল ভিতর থেকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply