Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বার্সেলোনাকে একহাত নিলেন ভিদাল




বার্সেলোনাকে একহাত নিলেন ভিদাল

বার্সেলোনার সাম্প্রতিক কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ এবং বিরক্ত ক্লাবটির ফুটবলার আরতুরো ভিদাল। যেভাবে ফুটবলারদেরকে একে একে ছুঁড়ে ফেলছে কাতালানরা, সেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বর্তমান দলটিতে খেলার মতো ১৩ জন ফুটবলারও নেই বলে মনে করেন ভিদাল। নবনিযুক্ত কোচ রোনাল্ড কোম্যান এসে যে কয়েকজনকে বাতিলের খাতায় ছুঁড়ে ফেলেছেন ৩৩ বছর বয়সী ভিদাল তাদের মধ্যে একজন। বার্সায় নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেললেও, তাতে কোন আপত্তি নেই ভিদালের। তবে যেভাবে মেসির সঙ্গে ঝামেলায় জড়িয়েছে ক্লাবটি তাতে বেশ বিরক্তই হয়েছেন তিনি। সঙ্গে ফুটবলারদের সঙ্গে ক্লাবের আচরণ নিয়েও বেশ বিরক্ত এই চিলিয়ান ফুটবলার। একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত তিন বছরে বার্সেলোনা যে টিম করেছে এটা কোনভাবেই তাদের নামের সাথে যায়না। তিনি বলেন, বিশ্বের সেরা দলটাতে ১৩জন পেশাদার ফুটবলারও নেই! সবসময় শুধু ডিএনএ দিয়ে আপনি জিততে পারবেন না। মেসি বিশ্বের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে, কিন্তু তাকে অবশ্যই আপনার সহযোগিতা করতে হবে, যাতে মাঠে ভালো ফলাফল আসে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জাজনক হারের পর তাৎক্ষণিকভাবেই ক্লাব সভাপতি জানিয়ে দিয়েছিলেন, হাতে গোণা কয়েকজনকে রেখে বাকি সবাইকে বিক্রি করে দেবেন তারা। এছাড়া নতুন কোচ এসেই সঙ্গে সঙ্গে ফুটবলারদেরকে ফোনকলে জানানো শুরু করলেন, তোমাকে আর প্রয়োজন নেই বার্সার। ক্লাবের এমন কর্মকান্ডে বেশ ক্ষুব্ধ ভিদাল। তিনি বলেন, এটা খুবই বিশ্রী ব্যাপার। যদি কোন খেলোয়াড় চলে যেতে চায় কিংবা আপনি তাকে বিক্রি করতে চান তাহলে তার জন্য একটা দল খুঁজে দিন, তাকে সহযোগিতা করুন। কিন্তু এভাবে বলবেন না। সবাই সম্মান প্রত্যাশা করে। আমি এমন একটা পরিস্থিতিতে আছি, মনে হচ্ছে আমাকে ছুঁড়ে ফেলা হয়েছে। এখন কেউ যদি আমাকে দয়া করে উদ্ধার করে আর কি! এরইমধ্যে ভিদালের পরবর্তী গন্তব্য হিসেবে য়্যুভেন্তাস-ইন্টার মিলান সহ অনেক ক্লাবেরই নাম শোনা যাচ্ছে। তবে রিয়াল মাদ্রিদের নাম শোনার সঙ্গে সঙ্গেই সেটি বাতিল করে দিলেন তিনি। 'আমি বার্সার সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। সেজন্যেই আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলব না।' ২০১৮ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনা শিবিরে যোগ দিয়েছিলেন ভিদাল। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৯৬ টি ম্যাচ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply