Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » করোনা আবহে মাটির নীচে গুপ্তধনের হদিশ, উঠে এল রাশি রাশি স্বর্ণমুদ্রা




জেরুজালেম: করোনা আবহে পৃথিবী জুড়ে একের পর এক অবিশ্বাস্যকর ঘটনা ঘটেই চলেছে। এবার মাটির নীচ থেকে কয়েক হাজার বছরেরও বেশি পুরোনো সোনার মুদ্রা উদ্ধার করল ইসরায়েলি যুবকেরা। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশে। ADVERTISEMENT POWERED BY PLAYSTREAM জানা গিয়েছে, ইসরায়েলের যে অঞ্চল থেকে ওই স্বর্নমুদ্রা গুলি উদ্ধার করা হয়েছে সেখানে গত ১৮ অগস্ট কয়েকজন স্থানীয় যুবক বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন। আর মাটিতে কোপ বসাতেই কয়েক যুগ পুরোনো ওই বহুমূল্যবান মুদ্রার খোঁজ পায় তাঁরা। যদিও প্রশাসনের তরফে সোমবার বিষয়টি প্রকাশ্যে আনা হয়। তারপরই ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। এই বিষয়ে ইজরায়েলের পুরাতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ অগস্ট এই গুপ্তধনের হদিশ মেলে। খনন কাজের ডিরেক্টর লিয়াত নাদভ-জিভ বলেছেন, “হাজার বছর আগে যে ব্যক্তি মাটির ভেতরে এই সোনার কয়েনগুলি লুকিয়ে রেখেছিলেন, তিনি পরে তা বের করে কাজে লাগাবেন বলে আশা করেছিলেন। মাটির পাত্র যাতে নড়াচড়া না করে সেজন্য তিনি পেরেকও পুঁতে দিয়েছিলেন। ওই লুকানো সম্পদ কেন তিনি ফিরিয়ে নিলেন না, সেই প্রশ্নের উত্তর এখন কালের স্রোতে হারিয়ে গিয়েছে। যে এলাকায় এই গুপ্তধনগুলি মিলেছে, সেখানে সম্ভবত কোনও কারখানা ছিল। যারা এর হদিশ পেয়েছে, তাঁদের মধ্যে ওজ কোহেন নামের একজন বলেছেন, “মাটি খুঁড়ছিলাম। মাটি সরাতেই একটা কিছু চোখে পড়ল-পাতলা পাতার মতো। ভালো করে লক্ষ্য করে দেখলাম সোনার কয়েন। এমন অসাধারণ ও প্রাচীন সম্পদ খুঁজে পাওয়াটা একটা দারুণ ব্যাপার।”






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply