Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রোনালদোর ভবিষ্যৎ ঠিকানা কী?




 রোনালদোর ভবিষ্যৎ ঠিকানা কী?

২০১৮ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে য়্যুভেন্তাসে পাড়ি জমান পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ২ মৌসুমে য়্যুভদের হয়ে জিতেছেন ২টি ঘরোয়া লিগ। ৩৫ বছর বয়সেও আছেন ফর্মের তুঙ্গে। তবে অনেকেরই ধারণা ছিল, আবারো হয়তো ক্লাব বদল করবেন সিআরসেভেন। এবার রোনালদো স্পষ্ট জানালেন, অন্তত আরো এক বছর য়্যুভেন্তাসে থাকছেন তিনি। 

গুঞ্জনের শুরু মৌসুমের মাঝামাঝি থেকে। কোচ মৌরিজিও সারির সঙ্গে সম্পর্কে তিক্ততা দেখা দেয় পর্তুগিজ তারকার। এরপরই রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠে। এছাড়াও বয়সের বিষয়টি মাথায় রেখে ফরাসী কিংবা চীনের ধনী কোন ক্লাবের দিকে ঝুঁকবেন রোনালদো, এমন খবরও শোনা যাচ্ছিলো। তবে সব গুঞ্জনে এবার পানি ঢেলে দিলেন সিআরসেভেন নিজেই। 

ইন্সটাগ্রামে সিরিআ' ট্রফি হাতে ছবি পোস্ট করেছেন রোনালদো। জানিয়েছেন নিজের ভবিষ্যতের কথাও। স্পষ্ট বলে দিয়েছেন, আরো অন্তত: এক বছর থাকছেন য়্যুভেন্তাসে। 

তিনি লিখেছেন, য়্যুভেন্তাসের হয়ে পরপর দু'টি সিরিআ জিততে পারি আমি খুব সন্তুষ্ট। মনে হতে পারে এটি খুব সহজ। আসলে তেমন নয়। বছরের পর বছরের সাধনা, পরিশ্রম এবং প্রতিভাবানদের সমন্বয়ে এমন অর্জন এসেছে। চলুন, আমার তৃতীয়টিও হয়ে যাক!

য়্যুভেন্তাসে যোগ দিয়ে ১ম মৌসুমে ২১ গোল করেন রোনালদো। তবে চলতি মৌসুমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। লিগে করেছেন ৩১টি গোল। ১৯৫১-৫২ মৌসুমের পর এই প্রথম য়্যুভেন্তাসের কোন ফুটবলার লিগে ত্রিশোর্ধ্ব গোলের দেখা পেলেন। এত এত অর্জনের পর আরো একটা মৌসুম তো এই ক্লাবে কাটানোই যায়, নাকি?






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply