Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বড় খবর, ফের অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু করল AstraZeneca




এক স্বেচ্ছাসেবক টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়ায় ব্রিটেন, ভারত ছাড়াও আমেরিকা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাতেও আপাতত বন্ধ রাখা হয়েছিল অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল | সবুজ সংকেত ব্রিটেনের, ফের অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু করল AstraZeneca প্রতীকী ছবি নিজস্ব প্রতিবেদন: স্থগিত হয়ে গিয়েও ফের চালু হল ট্রায়াল। আশায় বুক বাঁধল বিশ্ব। অক্সফোর্ড বিজ্ঞানীদের তৈরি করোনা টিকার ট্রায়াল শুরু করেছিল ব্রিটিশ ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রা জেনিকা। কিন্তু ট্রায়ালের একেবারে শেষ পর্যায়ে এসে এক স্বেচ্ছাসেবক টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওই টিকার ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত জট খুলল। শনিবার অ্যাস্ট্রা জেনিকা(AstraZeneca) জানিয়েছে, অক্সফোর্ড টিকার(AZD1222) ট্রায়াল শুরু করার অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। সরকারের সংস্থা মেডিসিনস হেলফ রেগুলেটরি অথরিটি(MHRA) জানিয়েছে ওই টিকা নিরাপদ তাই ফের ট্রায়াল শুরু করা যেতে পারে। সেই অনুমতির ওপরে ভিত্তি করেই ফের ট্রায়াল শুরু করা হয়েছে। উল্লেখ্য, এক স্বেচ্ছাসেবক টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়ায় ব্রিটেন, ভারত ছাড়াও আমেরিকা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাতেও আপাতত বন্ধ রাখা হয়েছিল অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল। টিকার বিরূপ প্রভাব খতিয়ে দেখতে শুরু করে অ্যাস্ট্রা জেনিকার (AstraZeneca)। আরও পড়ুন-'আপনারা ধরে পিঠে একটু আদর করে দিন, নুন-লঙ্কা বাটা ছড়িয়ে থানার সামনে ফেলে দিয়ে চলে যান' এরকম এক পরিস্থিতিতেও এ বছরের মধ্যেই অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনার টিকা বাজারে আনার বিষয়ে যথেষ্ট আশাবাদী অ্যাস্ট্রা জেনিকা-র (AstraZeneca) সিইও পাস্কাল সোরিওট (Pascal Soriot)।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply