করোনার শিকার অর্ধকোটি ভারতীয়
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে করোনার গতি-প্রকৃতি। প্রতিদিনের সংক্রমণ হারে শীর্ষ দেশটিতে ইতিমধ্যে অর্ধকোটি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। একইসঙ্গে আশঙ্কাজনকহারে বাড়ছে প্রাণহানি। গত একদিনেও প্রায় ১৩শ’ ভুক্তভোগীর প্রাণ কেড়েছে করোনা। যদিও দুই-তৃতীয়াংশ রোগী সুস্থতা লাভ করেছেন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ১২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫০ লাখ ২০ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ১ হাজার ২৯০ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৮২ হাজার ৬৬ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৯৪ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৪৫ হাজারের বেশি। দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১১ লাখ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৪০৯ জন মানুষের। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে করোনার শিকার ৫ লাখ ৮৩ হাজারের অধিক মানুষ। তবে, প্রাণহানি কিছুটা কম এখানে। যার সংখ্যা ৬ হাজার ছুঁই ছুঁই। তিনে থাকা তামিলনাড়ুতে মৃতের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ১৪ হাজারের বেশি। চারে থাকা কর্ণাটকে করোনার ভুক্তভোগী পৌনে ৫ লাখ মানুষ। যেখানে প্রাণহানি ৭ হাজার ৪৮১ জন। উত্তর প্রদেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। সেখানে এখন পর্যন্ত ভাইরাসটিতে ভুগে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬০৪ জন মানুষ। আর রাজধানী দিল্লিতে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৮০৬ জন। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট। সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আর গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৮২ হাজার ৯৬১ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জনে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জন।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: