Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইংলিশ লিগে ভিন্ন ম্যাচে নামবে ম্যান ইউনাইটেড-চেলসি




রাতে ইংলিশ লিগে ভিন্ন ম্যাচে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি। প্রথম জয়ের খোজে থাকা ম্যান ইউ আতিথ্য নেবে ব্রাইটনের। ম্যাচ শুরু বিকাল সাড়ে পাচটায়। রাত সাড়ে দশটায় চেলসির অ্যাওয়ে ম্যাচ ওয়েস্টব্রমের বিপক্ষে। এদিকে লা লিগায় রাত ১টায় বেতিসের অতিথি চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়া জার্মান লিগে সন্ধ্যা সাড়ে সাতটায় অগসবুর্গ-ডর্টমুন্ড ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড আবারো নামছে ওল্ড ট্রাফোর্ডে লিগের শুরুটা রেডডেভিলদের হয়েছে ক্রিস্টাল প্যালেসের ৩-১ গোলের পরাজয়ে অগৌরবের। ইংল্যান্ডের বনেদী ক্লাব যে স্বপ্ন দেখায় তার সাথে মেলেনা বাস্তবতা। লিগের দ্বিতীয় ম্যাচে সোলশায়ারের দলের প্রতিপক্ষ ব্রাইটন। নামে-ভারে ম্যান ইউর সাথে যার তুলনা চলেনা। অ্যাওয়ে ম্যাচ রেড ডেভিলদের চ্যালেঞ্জটা তাই একটু বেশি। লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে পরাজয় যদি হয় চাপের, তবে প্রেরণা লিগ কাপে লুটনের বিপক্ষে ম্যাচ প্রেরণা। যে ম্যাচে শুরুর একাদশে ১০ পরিবর্তন এনে একপ্রকার চমক দিয়েছিলেন ম্যান ইউ বস সোলশায়ার। ব্রাইটনের বিপক্ষে সবশেষ তিন ম্যাচে শতভাগ জয় সফরকারিদের। তবে ভাবনার জায়গাও আছে, সবশেষ দুই মৌসুমে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে জিততে পারেনি ইউনাইটেড..২০১৮-১৯ মৌসুমে আবার ব্রাইটনের বিপক্ষে আছে হারের তিক্ত অভিজ্ঞতা। তারপরও দলটা ম্যানচেস্টার ইউনাইটেড...১৯৯২-৯৩ মৌসুমের পর লিগের প্রথম দুই ম্যাচে কখনই হারেনি রেড ডেভিলস। নামবে আরেক ফেভারিট চেলসি। নতুন মৌসুমে যাদের অভিজ্ঞতা অম্লমধুর। ব্রাইটনের বিপক্ষের জয়ের পর বিগ ফাইটে হেরেছে চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে। ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচে লিগে প্রথমবার ব্লু জার্সিতে মাঠে নামার অপেক্ষায় নিউ সাইনিং থিয়াগো সিলভা-বেন চিলওয়েল। তবে ইনজুরিতে দলের বাইরে হেকিম জিয়েখ ও ক্রিস্টিয়ান পুলিসিচ। দুদলের মুখোমুখি দেখায় ২৪ ম্যাচে ১৮ জয় স্টামফোর্ড ব্রিজের দলটার। ওয়েস্ট ব্রমের মাঠে হথর্নসে সবশেষ ৩ ম্যাচেও শতভাগ জয় ল্যাম্পার্ডের দলের। দলবদলে যখন আলোচিত চেলসি তখন স্বাগতিকরা সমালোচিত বাজে পারফরমেন্সে..ইপিএলে শেষ ৬ ম্যাচে জয় নেই। তবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে চিন্তাও আছে ব্লুদের। প্রোমোডেট দলের বিপক্ষে শেষ সাত ম্যাচের ৩টায় হেরেছে ইপিএলের ২০১৭ আসরের চ্যাম্পিয়নরা। এদিকে প্রথম জয়ের খোজে বেতিসের আতিথ্য নেবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ড্র-এ শুরু হয়েছে জিনেদিন জিদানের দলের নতুন মৌসুম, তবে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত বেতিস। লসব্ল্যাঙ্কো শিবিরে নেই নতুন কোনো ইনজুরি বা নিষেধাজ্ঞা। দুদলের সবশেষ ১০ দেখায় রেকর্ড মাদ্রিদ জায়ান্টদের পক্ষে। পাচ জয়ের বিপরীতে হার তিন ম্যাচে। তবে বেতিসের সাম্প্রতিক পারফরমেন্স চমকপ্রদ যাদের বিপক্ষে সবশেষ তিন ম্যাচে জয়হীন জিদানের রিয়াল মাদ্রিদ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply