Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জিদানের সেঞ্চুরি




রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়ে লা লিগার নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিগে এবারের প্রথম ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল লস ব্লাঙ্কসরা। শনিবার রাতের জয়ের মধ্য দিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় কোচ হিসেবে লা লিগায় শততম জয়ের দেখা পেলেন জিনেদিন জিদান। ২০১৬ সালে এসেছিল যার প্রথম জয়টি। বেটিসের মাঠে ম্যাচের ১৪ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। ৩৫ মিনিটে এইসা মান্দি ও ৩৭ মিনিটে উইলিয়াম কার্ভালহো গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৪৮ মিনিটে বেটিসের এমারসন নিজেদের জালেই গোল জড়িয়ে দিলে সমতা ফেরে। ৬৭ মিনিটে এমারসন লাল কার্ডে মাঠ ছাড়লে একজন কম হয়ে যায় বেটিসের। পরে ৮২ মিনিটে পেনাল্টিতে রিয়ালের জয়সূচক গোলটি আনেন অধিনায়ক সার্জিও রামোস। দেখা মেলে জিদানের শততম জয়ের। ফ্রেঞ্চম্যান জিদান শতক ছোঁয়ার পথে দুইবার লা লিগা জিতেছেন। প্রথমবার ২০১৬/১৭ মৌসুমে, দ্বিতীয়বার গত মৌসুমে। ২০১৬ সালের ৯ জানুয়ারি দেপোর্তিভোতে ৫-০ গোলে উড়িয়ে এসেছিল জিদানের দলের প্রথম লা লিগা জয়টি। রিয়ালের হয়ে লা লিগায় জিদানের জয়ের শতক ছুঁতে লাগল ১৪৭ ম্যাচ। মাদ্রিদিস্তাদের ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ লিগ ম্যাচ জয়ে নাম জিজুর। শীর্ষে মিগুয়েল মুনোজ, ২৫৭ জয় নিয়ে ধরাছোঁয়ার বাইরে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply