Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শর্বরী দত্তের মৃত্যু: 'অস্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না' মত অগ্নিমিত্রা পালের, আর কে কী বলছেন?




শর্বরী দত্তের মৃত্যু: 'অস্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না' মত অগ্নিমিত্রা পালের, আর কে কী বলছেন? নিজস্ব প্রতিবেদন : বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের রহস্যজনক মৃ্ত্যুর ঘটনায় তদন্ত করছে পুলিস। তবে শর্বরী দত্তের এমন মৃ্ত্যুর খবরে হতবাক কলকাতার ডিজাইনার মহল। ওনার মতো ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন আইকনের মৃ্ত্যুতে প্রতিক্রিয়া দিলেন কলকাতার নামী ডিজাইনাররা। Zee২৪ ঘণ্টার সঙ্গে কথা বললেন অগ্নিমিত্রা পাল, জ্যোতি খৈতান, অভিষেক রায়, অভিষেক দত্ত, তেজস গান্ধী। কী বললেন তাঁরা? অগ্নিমিত্রা পাল - আমার মনে হয় না এটা অস্বাভাবিক মৃত্যু। আমার ধারণা কোনও কারণে হৃদরোগে আক্রান্ত হয়েই ওঁর মৃত্যু হয়েছে। ওঁর সঙ্গে আমার গত ২৫ বছরের সম্পর্ক। আমার স্বামীর বিয়ের সমস্ত পোশাক উনি বানিয়েছিলেন। সেই প্রথম স্টুডিওতে ওনার সঙ্গে আমার দেখা। তখন আমি ডিজাইনিং পড়ছি। তারপর থেকেই উনি আমার রোল মডেল। উনি তখন কলকাতার অন্যতম ফ্যাশন ডিজাইনার। তারপর একসঙ্গে কাজ করা, অনেক শো আমরা একসঙ্গে করেছি। অনেক শোয়ে একসঙ্গে বিচারক ছিলাম। দিদি আমায় খুব স্নেহ করতে, ভরসা করতেন। অগ্নি এটা করো, আমাদের এটা করা দরকার, বলতেন। একটা মানুষ যদি অসুস্থ থাকেন সেটা আলাদা, এভাবে মৃত্যু মেনে নেওয়া মুশকিল। এখনও মনে পড়ছে, সুন্দর স্কার্ট, লং কুর্তা, নাকে নাকছাবি, কানে দুল পরে, সুন্দর বটুয়া ব্যাগ নিয়ে দিদি ঢুকলেন অনুষ্ঠানে। সবসময় মুখে হাসি লেগে থাকত। উনি আমার ফ্রেন্ড ফিলিজফার অ্যান্ড গাইড। আমি মিস করবো। এত প্রতিভাবান একজন ডিজাইনারকে মিস করবো






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply