Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অনলাইন অর্ডারে এলো ছত্রাকযুক্ত খাবার, বিক্ষুব্ধ মিমি




ি

অন্যায়ের প্রতিবাদ করতে কখনো পিছিয়ে থাকেন না ভারতের সংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি কলকাতায় জিম থেকে ফেরার পথে এক ট্যাক্সিচালক হেনস্থা করে তাকে। প্রতিবাদ হিসেবে আইনি ব্যবস্থা নিয়েছেন মিমি। শনিবার (১৯ সেপ্টেম্বর) টুইটারে আবারো প্রতিবাদ করলেন এই অভিনেত্রী। এবার তিনি প্রতিবাদ করেছেন জনপ্রিয় মার্কিন ফুড চেন সাবওয়ের বিরুদ্ধে। টুইটারে অভিযোগ করে মিমি জানিয়েছেন, গত ১৬ সেপ্টেম্বর তিনি নিউটাউনের কাছে ইকো স্পেসে শ্যুটিং করতে গিয়েছিলেন। সেদিন ইকো-স্পেসের সাবওয়ে আউটলেট থেকে একটি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন। কিন্তু খাবার হাতে পেয়ে আঁতকে ওঠেন মিমি। যে সাবমেরিন স্যান্ডউইচটি তাকে দেওয়া হয়েছিলো সেই স্যান্ডউইচের উপর ছত্রাক পড়ে গিয়েছে। প্রমাণ স্বরূপ কিছু ছবিও তুলে রাখেন মিমি। সেই ছবি টুইটারে পোস্ট করেন সাবওয়ে ইন্ডিয়াকে ট্যাগ করে। শুধু এটুকুই নয়। KMC-এর খাদ্য বিভাগেও অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পত্রটিও বিলের সঙ্গে টুইটারে জুড়ে দিয়েছেন। মিমি তার টুইটে লিখেছিলেন, ‘আমি সবার উদ্দেশে বলছি, যারা সাবওয়ে থেকে খাবার অর্ডার করেন, এবার কিছু অর্ডার করার আগে দুবার ভাববেন। আমি ১৬ সেপ্টেম্বর শুটিং করতে গিয়ে ইকো স্পেসের সাবওয়ে থেকে খাবার অর্ডার করেছিলাম। দেখুন কী রকম খাবার দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম ইকো স্পেসের এই আউটলেটটি নিশ্চয় স্বাস্থ্যকর খাবার দেবে’। এর পরের টুইটে মিমি সাবওয়ের দিকে আঙুল তুলে লিখেছেন, ‘কতদিন ধরে আপনারা এরকম বাসি খাবার গ্রাহকদের দিচ্ছেন? আপনারা গ্রাহকদের স্বাস্থ্যের কথা ভাবেন না, এদিকে তাদের জন্যই আপনাদের এখানে সাম্রাজ্য বিস্তার হচ্ছে।’ মিমির এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন নেট নাগরিকরা। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে এমন হতে পারে। অবিলম্বে লাইসেন্স বাতিলের দাবি তুলেছেন অনেকে। এমনকি ইকোস্পেস থেকে যাতে সরিয়ে নেওয়া হয় সাবওয়ে সেই আবেদনও করেছেন অনেকেই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply