Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পিএসজি পারবে অলিম্পিক মার্শেই'র বিপক্ষে ঘুরে দাঁড়াতে?




পিএসজি পারবে অলিম্পিক মার্শেই'র বিপক্ষে ঘুরে দাঁড়াতে?

নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই। পার্ক দে প্রিন্সেসে তাদের প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই। করোনা কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন নেইমার, ডি মারিয়ারা। কোচ থমাস টাচেল এমন ইঙ্গিতই দিয়েছেন। সেই সাথে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন টাচেল। দু'দলের এই ম্যাচ শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত ১টায়। মৌসুমের শুরুটাই এবার হার দিয়ে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইর। লেন্সের মাঠে ১-০ গোলে হারের তিক্ততা নিয়ে ঘরে ফেরে ফরাসি জায়ান্টরা। সেই ক্ষত শুকাতেই এবার ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ক্লাসিকোতে, অলিম্পিক মার্শেই এর মুখোমুখি হবে পিএসজি। গেলো বছর অক্টোবরে মুখোমুখি হয়েছিলো দু'দল। সে ম্যাচে পিএসজি তাদের মাঠে মার্শেইকে হারিয়েছিলো ৪-০ গোলে। সেই সুখস্মৃতি নিশ্চয়ই এখনও তরতাজা দ্যা পারশিয়ানদের। তাই এ ম্যাচেও সেই সুবাতাসই পাচ্ছে থমাস টাচেলের দল। তবে, ম্যাচটা যে প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে তার ইঙ্গিতও দিয়ে রেখেছেন পিএসজি কোচ। পিএসজি কোচ থমাস টাচেল বলেন, 'আমরা যখন পার্ক দে প্রিন্সেসে খেলি তখন আমরা সবসময় ফেবারিট। কিন্তু মার্শেই খারাপ দল সেটাও বলছি না। অবশ্যই ওরা ভালো খেলে। আমাদেরকে সেরাটা দিয়েই তাদের বিপক্ষে লড়তে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। খেলোয়াড়রাও ফিরতে শুরু করেছে। তাই মনে হচ্ছে মার্শেই এর বিপক্ষে ম্যাচটা দারুণ প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে।' লেন্সের বিপক্ষে ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিলো লিগ চ্যাম্পিয়নদের। তবে, টাচেলের জন্য এ ম্যাচের আগে সুখবর হচ্ছে, করোনার সংক্রমণ কাটিয়ে নাভাস, ডি মারিয়া, পেরেদেস ও নেইমার ফিরেছেন অনুশীলনে। খেলতেও আগ্রহী তারা। তাই এ ম্যাচে কোচ চাইলে খেলাতেও পারেন নেইমারদের। তাই বলাই যাচ্ছে এবারো জয়ের পাল্লাটা প্যারিস সেইন্ট জার্মেইর দিকেই ভারী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply