Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আগামী চার বছর কে থাকবেন হোয়াইট হাউসে?




আগামী চার বছর কে থাকবেন হোয়াইট হাউসে? আগামী চার বছর কে থাকবেন হোয়াইট হাউসে? রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্রেট দলের জো বাইডেন। গত চার বছরে ট্রাম্পের ঝুড়িতে কর্মসংস্থান বাড়ানো ও আয়কর কমানোর মত সাফল্য থাকলেও, সমালোচনা কুড়াতেও কোন অংশে পিছু হাটেনি। এখন পর্যন্ত জনমত জরিপে ট্রাম্প এগিয়ে থাকলেও, ফলাফলে পরিবর্তন আসাটা অস্বাভাবিক কিছু নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন নির্বাচনের বাকি মাস দেড়েকের মতো। আগামী চার বছর হোয়াইট হাউসের ক্ষমতায় থাকবে কে? গোটা বিশ্বের নজর এখন সেদিকে। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার চেষ্টায় মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ক্ষমতার চার বছরে কখনওই বিতর্ক পিছু ছাড়েনি তার। অভিবাসী আর বর্ণ বিদ্বেষ, নারী কেলেঙ্কারি আর সবশেষ করোনা নিয়ে বিতর্কিত সব মন্তব্যে বারবারই খোড়াক যুগিয়েছেন হাসি আর সমালোচনার। ক্ষমতায় এসেই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে দীর্ঘদিনের আগুনে ঢালেন ঘি। ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করে পিস মেকারের ভূমিকা পালনের চেষ্টা তার। যাকে ইহুদি শেতাঙ্গদের ভোট টানার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্যালেস্টাইন লিবারেশন সংগঠনের নির্বাহী সদস্য হানান আশওয়ারী বলেন, ট্রাম্পের উদ্যোগে ইসরায়েলের সাথে আরবের যে শান্তি চুক্তি হয়েছে, তা কেবলই লোক দেখানো। ইহুদি শেতাঙ্গদের ভোট পাওয়া আর নিজেকে শান্তির দূত হিসেবে দেখাতে এ চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। যদিও এতো এতো সমালোচনা সত্ত্বেও 'আমেরিকা ফার্স্ট' নীতিতে অনড় থাকা মি. ট্রাম্প বাণিজ্য সংক্রান্ত আইন-কানুনে এনেছেন ব্যাপক পরিবর্তন। তৈরি করেছেন নতুন নতুন কর্মসংস্থান, কমিয়েছেন আয়কর, আর দেশীয় উৎপাদন বাড়াতে জারি করেছেন নির্বাহী আদেশ। তবে, এখনও পর্যন্ত রয়টার্স, সিএনএনসহ দেশটির সাম্প্রতিক প্রায় সব নির্বাচনি জরিপে এগিয়ে ট্রাম্পের বিরোধী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন, গেলো নির্বাচনেও সব জরিপকে মিথ্যা প্রমাণ করে ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প। ১৩ নভেম্বরের যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দেখার পালা মার্কিনিরা কাকে তাদের আগামী দিনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply