Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জয়ের ধারা থামছেই না জোকোভিচের




প্রত্যাশিত জয় পেয়েই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন ওয়ার্ল্ড নম্বর ওয়ান নোভাক জোকোভিচ। এছাড়া, পুরুষ এককে চতুর্থ রাউন্ডের টিকেট পেয়েছেন আলেক্সান্দার জভেরভ, ডেভিড গফিন, এ্যালেজান্দ্রো ডেভিডোভিচ ফকিনা, ডেনিস সাপোভালোপ। অন্যদিকে নারী এককে জয় পেয়েছেন পেত্রা কিতোভা, পেত্রা মার্টিক, নাওমি ওসাকা, অ্যাঞ্জেলিক কেরবার, অনেত কনটাভেত। বৃহস্পতি তুঙ্গে নোভাক জোকোভিচের। কোর্টে জয়ের ধারা যেন থামছেই না এই সার্বিয়ান তারকার। এ ধারাবাহিকতায় ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি। জার্মানির জেন লেনার্ড স্ট্রাফকে সরাসরি ৬-৩, ৬-৩ ও ৬-১ গেমে হারান তিনি। চতুর্থ রাউন্ডে তিনি মুখোমুখি হবেন স্পেনের পাবলো ক্যারিনো বোস্তার। ছেলেদের অন্য ম্যাচে, জার্মানির আলেক্সান্দার জভেরভ, ফ্রান্সের আদ্রিয়ানো মানারিনো কে ৪-১ সেটে হারিয়ে আসরের চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন। বেলজিয়ামের ডেভিড গফিনও সার্বিয়ান ফিলিপ ক্রাজিনোভিচকে ৬-১, ৭-৬ ও ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে নিশ্চিত করেন। এছাড়া, স্পেনের এ্যালেজান্দ্রো ডেভিডোভিচ ফকিনা, কানাডার ডেনিস সাপোভালোপও চতুর্থ রাউন্ডে উঠেছেন। অন্যদিকে, নারী এককের ম্যাচে, জাপানের নাওমি ওসাকা নিজের জয়ের ধারা অব্যাহত রেখেছেন। ইউক্রেনের মার্তা কসতিউককে ২-১ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন ২০১৮ সালের ইউএস ওপেনের এই চ্যাম্পিয়ন। এছাড়া, চেক রিপাবলিকের পেত্রা কিতোভা, ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিক, জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার, স্তোনিয়ার অনেত কনটাভেতও চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply