‘টাইগারদের শ্রীলঙ্কা সফর পিছিয়ে ১০ অক্টোবর হতে পারে’
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর পিছিয়ে তা আগামী ১০ অক্টোবর হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ড’র পরিচালক আকরাম খান।
আজ দুপুরে তিনি সাংবাদিকদের কাছে এমন তথ্য দেন।
এরআগে, লঙ্কান টাস্কফোর্সের স্বাস্থ্যবিধি মেনে নিয়ে, ১৪ দিনের কোয়ারেন্টাইনের মাধ্যমে বাংলাদেশ যদি সফর করতে রাজি না হয়, তবে সিরিজ স্থগিত করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এমন ঘোষণা দিয়েছে দেশটির দুই শীর্ষ কর্মকর্তা অ্যাশলে ডি-সিলভা ও মোহন ডি-সিলভা।
অন্যদিকে বাংলাদেশ চাচ্ছে কোয়ারেন্টাইন যাতে কোনক্রমেই ৭ দিনের বেশি না হয়।
Tag: Advertisement games

No comments: