SponsorSlider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লঙ্কা সফরে তিন ভেন্যুর প্রস্তাব
লঙ্কা সফরে তিন ভেন্যুর প্রস্তাব

কোয়ারেন্টাইন ইস্যুতে কিছুটা নমনীয় হলেও, এবার ভেন্যু নিয়ে ভিন্ন কথা বলছে লঙ্কান ক্রিকেট বোর্ড কর্তারা। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে, তিন টেস্টের ভেন্যু হিসেবে গল, পাল্লেকেলে এবং কলম্বোর নাম প্রস্তাব করেছেন এসএলসির সহ-সভাপতি রাভিন ভিকরামাত্নে। বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও তাই অনেকটাই নিশ্চিত হয়ে গেলো টাইগারদের লঙ্কা সফর। তবে, এ ব্যাপারে এখনো কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টিনের ৭ কিংবা ১৪'র গেঁড়াকল! বহরে সদস্য সংখ্যা ৩০ কি ৬০'এর দোলাচল; জল কম ঘোলা হয়নি লঙ্কা সফরের এসব সংখ্যা নিয়ে। কারও চোখে লঙ্কান বোর্ডের একগুঁয়েমি তো কারও কাছে করোনাকালে অতি সতর্কতা। তবে একটা বিষয় স্পষ্ট, তা হলো টাইগারদের লঙ্কা যাত্রাটা অস্পষ্ট। তবে এবার কুয়াশা কেটে উঁকি দিয়েছে আলো। বিসিবি সভাপতির আপত্তির পর এই প্রথম ইতিবাচক একটা বক্তব্য রাবণের দেশের গণমাধ্যমে। এ বিষয়ে রাভিন ভিকরামাত্নে বলেন, 'বাংলাদেশ থেকে কতজন এখানে আসবেন, বিসিবি থেকে প্রস্তাবিত সংখ্যার ওপর ভিত্তি করে আমরা সেই সিদ্ধান্ত জানাবো। এরপর তাদের সেটা পছন্দ হলে কোভিড-১৯ এর টাস্ক ফোর্সের নিয়ম অনুযায়ী কাজ করবো। বাংলাদেশকে আমরা দুই ধাপে কোয়ারেন্টিনের বিষয়টি জানিয়েছি। অন্তত সাতদিন তারা তাদের দেশেই কোয়ারেন্টিন পালন করবেন এবং তিনবার কোভিড টেস্টে উত্তীর্ণ হওয়ার পর শ্রীলঙ্কায় আসবেন। আমাদের এখানে আরো একবার তাদের টেস্ট করা হবে। নেগেটিভ আসারাই কেবল খেলায় অংশ নিতে পারবে।' করোনার সময়ে বার বার স্থান পরিবর্তন করতে অনাগ্রহী টাইগার ম্যানেজমেন্ট। এতদিন পর্যন্ত লঙ্কানদের কথায়ও ছিলো সেই সুর। তবে হঠাৎ করেই আলাদা শহরে নতুন ভেন্যু আলোচনায় এনেছে আয়োজকরা। তাই একটা নতুন কিন্তু রয়েই গেলো। রাভিন ভিকরামাত্নে আরো বলেন, 'আমরা তিনটি ম্যাচ আলাদা তিনটি ভেন্যুতে আয়োজন করতে চাই। আমরা ভেন্যুর বিষয়টিও জানিয়েছি তাদের। গল, পাল্লেকেলে এবং কলম্বো টেস্টের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে এটা নিয়ে এখনও আলোচনা চলছে।' ভেন্যু হিসেবে গল যুক্ত হলে, নিশ্চয় কিছুটা বাড়তি শক্তিই পাবে টাইগাররা। ২০১৩ সালে গলের ২২ গজেই যে মুশফিকুর রহিমের ব্যাটে চেপে এসেছিলো দেশের ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি। তবে সিরিজটা যে আলোর মুখ দেখছে এটাই সবচেয়ে জরুরি খবর।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply