Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ম্যানেজার ক্ষীতিশ প্রসাদকে আটক করল NCB




করণ জোহরের দাবি, তিনি ক্ষীতিশ প্রসাদ ও অনুভব চোপড়াকে ব্যক্তিগতভাবে চেনেন না। করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ম্যানেজার ক্ষীতিশ প্রসাদকে আটক করল NCB নিজস্ব প্রতিবেদন : মাদক মামলায় করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ম্যানেজার ক্ষীতিশ প্রসাদকে আটক করল NCB। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর মিলেছে। তবে ধর্ম প্রোডাকশনের আরও একজন কর্মী অনুভব চোপড়াকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ক্ষীতিশ প্রসাদকে আটক করে NCB মাদক সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ চালাবে বলে খবর। শুক্রবার সকালে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষীতিশ রবি প্রসাদের বাড়িতে তল্লাসি চালানো হয় এনসিবি তরফে। ক্ষীতিশ প্রসাদের বাড়িতে তল্লাসির পরই সেখান থেকে এনসিবির দফতরে তুলে নিয়ে যাওয়া হয় করণের সংস্থার ওই কর্মীকে। ক্ষীতিশ প্রসাদের বাড়ি থেকে কোনও কিছু উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এনসিবির গাড়িতে ওঠার পর ক্যামেরার সামনে মুখ ঢাকতে দেখা যায় ক্ষীতিশ রবি প্রসাদকে। ক্ষীতিশ রবি প্রসাদের সঙ্গে বেশ কয়েকজন মাদক পাচারকারী এবং কারবারীর যোগ রয়েছে বলেও পাওয়া যাচ্ছে খবর। এদিকে মাদক মামলায় করণ জোহরকেও NCB-ডেকে পাঠাতে পারে বলে শুক্রবার সন্ধেয় খবর মেলে। অভিযোগ উঠেছে, ২০১৯ সালে করণ জোহরের বাড়িতে যে হাউস পার্টির আয়োজন করা হয়, সেখানে মাদকের নেশায় আচ্ছন্ন ছিলেন সেলেবরা! করণের বাড়ির পার্টির কথা নতুন করে উঠে আসার পরই করণ জোহরের তরফে বিবৃতি জারি করা হয়। তাঁর বাড়িতে আয়োজিত পার্টি নিয়ে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন করণ। পাশাপাশি জানান, তিনি কখনও মাদক নেননি। করণ জোহরের আরও দাবি, তিনি ক্ষীতিশ প্রসাদ ও অনুভব চোপড়াকে ব্যক্তিগতভাবে চেনেন না। করণের দাবি অনুযায়ী, অনুভব চোপড়া ২০১১ থেকে২০১৩ সাল পর্যন্ত ধর্মা প্রোডাকশনে কাজ করতেন। তারপর আর ছিলেন না। আর ক্ষীতিশ প্রসাদকেও ২০১৯-এর একটি প্রজেক্টের জন্য নেওয়া হয়েছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply