গণহত্যায় মিয়ানমারের দায় প্রমাণে আইসিজেতে গাম্বিয়ার নথি জমা
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সরকারের দায় প্রমাণে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত-আইসিজে’তে ৫শ পৃষ্ঠার নথি জমা দিয়েছে গাম্বিয়া।
শুক্রবার নেদারল্যান্ডসে আইসিজের সদর দপ্তরে এই নথি পাঠায় দেশটি। ওইসময় গাম্বিয়ার পক্ষ থেকে আরও পাঁচ হাজার পৃষ্ঠার সহায়ক নথিপত্রও জমা দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ পদক্ষেপকে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে বড় ধরনের অগ্রগতি বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথু স্মিথ।
গত বছরের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে মামলা করে গাম্বিয়া। এরপর শুনানি শেষে মিয়ানমারকে রাখাইনে গণহত্যা রোধে ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়।
নিয়ম অনুযায়ী নিজেদের অবস্থান তুলে ধরতে আরও তিন মাস সময় পাবে মিয়ানমার।
Tag: English News world
No comments: