প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ রাজস্ব আদায়
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৭২৪ কোটি ৬ লাখ টাকা কম । করোনাকালে রাজস্ব আদায়ের এ গতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তবে কর আইন সংস্কার হলে রাজস্ব আদায় আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মান করেন তারা।
২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে সরকার। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ লাখ ৮২ হাজার কোটি টাকা। এরমধ্যে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। যেখানে অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্য ৬৩ হাজার ৭১৩ কোটি ৭৮ লাখ। তবে আদায় হয়েছে ৪৯ হাজার ৯৮৯ কোটি ৭২ লাখ টাকা।
লক্ষ্যমাত্রা অর্জনে বড় দায়িত্ব ছিলো মূল্য সংযোযন কর বা মূসকের ওপর। গত অর্থবছরে প্রথম প্রান্তিকে মূসকের প্রবৃদ্ধি ছিলো ২ দশমিক ১৩ শতাংশ। তবে চলতি অর্থবছরে একই সময় তা কমে দাড়ায় ১ দশমিক ১৯ শতাংশ। নতুন ভ্যাট আইন প্রযুক্তি নির্ভর কিন্তু এর সাথে ব্যবসায়ীরা এখনো খাপ খাওয়াতে পারেনি। ফলে লক্ষ্য অনুযায়ী মূসক আদায় হচ্ছে না, বলছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
করোনাকালে রাজস্ব আহরণের এ গতিকে স্বাভাবিক বলছেন, বিশ্লেষকরা। রাজস্ব বাড়াতে কর ব্যবস্থার সংস্কারের পরামর্শ তাদের।
গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১১ শতাংশ
Tag: English News politics
No comments: