Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিশ্বকাপ যাত্রায় মেসিবাহিনীর প্রতিপক্ষ ইকুয়েডর




বিশ্বকাপ যাত্রায় মেসিবাহিনীর প্রতিপক্ষ ইকুয়েডর

বাছাইপর্বের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার যাত্রা শুরু ২০২২ কাতার বিশ্বকাপের। ইকুয়েডের বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। খেলবেন মেসিও। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের আলবার্তো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টায়। এদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, দুই প্রতিবেশী রাষ্ট্রের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েলস। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের সূচনা হতে যাচ্ছে হট ফেভারিট আর্জেন্টিনার। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল মেসির যাত্রা শুরু মরুর দেশটির পানে। সে জন্য আর্জেন্টিনা পৌঁছেছেন এলএমটেন। দলের সঙ্গে অনুশীলনও সেরেছে। সঙ্গে আছেন জুভেন্তাস ফরোয়ার্ড পাওলো দিবালা। ইকুয়েডর বিপক্ষে সার্জিও আগুয়েরো ও মার্কোস রোহোকে পাচ্ছেন না কোচ লিওনেল স্ক্যালোনি। ডি- মারিয়াকে তো দলেই ডাকেননি। তাই মেসিকে একটু অন্য ভূমিকায় দেখা যেতে পারে। ৪-৩-২-১ ফরমেশনে ছক সাজানোয়, লওতারো মার্তিনেজকে ফরোয়ার্ডের ভূমিকায় খেলানো হতে পারে। আর এই ম্যাচে গোলরক্ষক হিসেবে ডেব্যু হতে পারে আস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। শেষ সাত ম্যাচ ধরে অপরাজেয় আর্জেন্টিনা। অবশ্য ইকুয়েডরের বিপক্ষে ভয়ও নেই। কেননা দুই দলের মুখোমুখি হওয়া ৩৫ ম্যাচের মধ্যে ২০ জয় নিয়ে এগিয়ে আলবিসেলেস্তারা। বাকি ১৫ ম্যাচের ১০ টিতে ড্র। ৫টিতে হার ওটামেন্ডিদের। ইকুয়েডরের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগাচ্ছে আর্জেন্টিনাকে গত বছর ৬-১ গোলে ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছিল মেসিরা। তাই নিজেদের মাঠে পরিষ্কার এগিয়ে থাকা আলবিসেলেস্তারা আরও একটি জয়ের অপেক্ষায়। দিনের আরেক ম্যাচে প্রতিবেশী রাষ্ট্রের লড়াইয়ে ওয়েলসের মুখোমুখি হবে ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের সেরা চারে যাবার পর আত্মবিশ্বাস বেড়েছে ইংল্যান্ডের। বিশেষ করে কোচ সাউথগেটের অধীনে দলটা দিন দিন ভালো করছে। হ্যান্ডারসন-রাসফোর্ড-আলেকজান্ডার আর্নল্ডরা নিয়মিত পারফর্ম করে ইংলিশ লিগে। তারুণ্য নির্ভর দল গড়তে চায় সাউথগেট। অধিনায়ক হ্যারি কেইনের চাওয়াটাও অভিন্ন। তবে কার্ড জটিলতায় অন্তত তিন ফুটবলারকে এই ম্যাচে পাচ্ছে না থ্রি লায়নরা। ইনজুরিতে আছেন জেডান সাঞ্চো ও রাহিম স্টার্লিং। আর বায়ো বাবল প্রোটোকল নিয়ম ভাঙ্গায় গেল মাসে কয়েক ম্যাচের নিষেধাজ্ঞায় আছে ফিল ফোদেন ও ম্যাসন গ্রিনউড। দুই দলের মুখোমুখি লড়াইয়ে একতরফা এগিয়ে ইংলিশরা। এখন পর্যন্ত ১০ লড়াইয়ে ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। ড্র হয়েছে ১টিতে, অর্থাৎ এখন পর্যন্ত অয়েলস জেতেনি কোনো ম্যাচে। তার উপর ওয়েলস কোচ রায়ান গিগসের নামতে হবে দলের দুই সেরা তারকা গ্যারেথ বেল ও অ্যারন রামসিকে ছাড়া। তাই আরও এটি একপাক্ষিক ম্যাচ নাকি ইতিহাস রচনার অপেক্ষায় ওয়েলস জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply