Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভিয়েতনামে বন্যায় মৃত্যু বেড়ে ১০৫, নিখোঁজ অর্ধশত




ভিয়েতনামে বন্যায় মৃত্যু বেড়ে ১০৫, নিখোঁজ অর্ধশত

ভিয়েতনামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১শ ৫ জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশত। বৃষ্টিপাত অব্যাহত থাকায় প্রতিদিনই অবনতি হচ্ছে দেশটির বন্যা পরিস্থিতির। ভূমিধ্বসের ঘটনাও ঘটছে বিভিন্ন এলাকায়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আরও অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছেন দুর্যোগ শুরুর পর থেকে। তাদের সন্ধানে অভিযান পরিচালনা করছে উদ্ধারকারী দলের সদস্যরা। বন্যায় এক লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। আরও ৪০ হাজার বাড়িঘর রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। বন্যাদুর্গত এসব অঞ্চল থেকে মঙ্গলবারও কয়েক হাজার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগামী কয়েকদিনও টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান, কাল থেকে কিছু খাইনি। বাড়ির ছাদ পর্যন্ত পানিতে ডুবে গেছে। খাবার, পানি, ফোন কিছুই নেই। বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকায়। এখনও পানিতে ডুবে আছে বাড়িঘর, তলিয়ে গেছে রাস্তাঘাট। বন্যাদুর্গতদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এদিকে, আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কর্ক শহরে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া আর বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপকূলবর্তী অঞ্চলগুলোতে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আরও কয়েকদিন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply