চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) নড়াইলে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সকালে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, দোয়া মাহফিল, কোরআন খতম এবং মিষ্টি বিতরণ করা হয়।
জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমি, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতন, চিত্রা থিয়েটার, যুগান্তর সাংস্কৃতিক সংগঠন, লাল বাউল, এসএম সুলতান শিশু ও চারুকারু ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিল্পীর কবরে পুষ্পমাল্য অর্পণ করে।
Tag: Advertisement Zilla News
No comments: