সড়ক দুর্ঘটনায় মারা গেছে আফগানিস্তানের ক্রিকেটার
সড়ক দুর্ঘটনার কাছ হার মানতে হলো আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাজিব তারাকাইকে। দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া এই ক্রিকেটার মারা যান আজ।
শুক্রবার আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তারাকাই। সাথে সাথে নেয়া হয় হাসাপাতালে, হয় অস্ত্রোপচারও । কিন্তু কোমায় চলে যান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। এরপর তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে হার মানতে হলো তাকে। তার মৃত্যুতে শোক জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড-এসিবি।
Tag: Advertisement games

No comments: