Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ টিভি বিতর্কেও ধরাশায়ী ট্রাম্প




মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ টিভি বিতর্কেও ধরাশায়ী ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ টিভি বিতর্কেও জো বাইডেনের কাছে ধরাশায়ী হলেন, ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের হোয়াইট হাউজ করেসপন্ডেন্ট ক্রিস্টিন ওয়েলকারের সঞ্চালনায় টেনিসির নাশভিলে, করোনা মোকাবিলা, আয়কর ইস্যুতে একে অপরকে একহাত নেন দুই প্রতিদ্বন্দ্বি। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯ টায়, টেনেসির নাশভিল নগরীর বেলমন্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্চে ওঠেন ট্রাম্প ও বাইডেন। সাংবাদিক ক্রিস্টিন ওয়েকারের সঞ্চালনায় করোনা, মার্কিন পরিবার, বর্ণবাদ, জলবায়ু, জাতীয় নিরাপত্তা আর নেতৃত্ব এই ৬টি বিষয়ে বাগযুদ্ধে লিপ্ত হোন দুই প্রার্থী। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলে, 'মহামারির সঙ্গে পুরো বিশ্বই লড়ছে। তবে সুস্থতার হারও বাড়ছে। হাসপাতালে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার রোগ-প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, হতে পারে এটা ৪ মাসের জন্য অথবা আজীবন।' ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেন, '২ লাখ ২০ হাজার মার্কিনীর মৃত্যুর দায়ভার কার? এতগুলো মৃত্যুর জন্য দায়ী যিনি, তিনি কোনমুখে আবার প্রেসিডেন্ট হতে চান।' কর ইস্যুতেও ট্রাম্পকে তুলোধুনো করেন ডেমোক্রেট প্রার্থী। জো বাইডেন বলেন, '২২ বছর ধরে আয়কর বিবরনি প্রকাশ করছি আমি; অথচ আপনি একবছরেরও আয়কর বিবরনি প্রকাশ করেননি। কেন তথ্য গোপন করেন? রাশিয়া ও চীনে অ্যাকাউন্ট খুলে সেখানে ঠিক-ই কর দিয়ে যাচ্ছেন।' ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ব্যবসায়ী হিসেবে বিভিন্ন দেশে আমার অ্যাকাউন্ট থাকতেই পারে। চীনের হিসাবটা ২০১৩ সালে খোলা, বন্ধ করা হয় দুবছর পরই।' ট্রাম্পকে আধুনিক যুগের সবচেয়ে বর্ণবাদী প্রেসিডেন্ট আখ্যা দেন বাইডেন। জো বাইডেন বলেন, 'প্রচারণার শুরু থেকেই ট্রাম্প মেক্সিকানদের ধর্ষক ও মুসলিমদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে বক্তব্য দিয়ে যাচ্ছেন।' চীন ও উত্তর কোরিয়া ইস্যুতেও আক্রমণাত্মক ভূমিকায় নিজেদের যুক্তি তুলে ধরেন দুই প্রার্থী। ডোনাল্ড ট্রাম্প বলেন, দায়িত্ব নেয়ার শুরুর দিকে ওবামার সাথে ১৫ মিনিটের আলাপ হয়; তখন তিনি উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন। অথচ, যুদ্ধ ছাড়াই দেশটির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছি আমি। জয়ী হলে বৈধ কাগজপত্রহীন ১ কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেন বাইডেন। বলেন, ফের চালু হবে ড্রিমারস প্রকল্প। নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুঁশিয়ারি দেন তিনি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply