মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কাকে ভোট দেবেন রক? জানালেন টুইটে
দি রকখ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন জানিয়ে দিয়েছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কাকে ভোট দেবেন। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে জনসন জানিয়েছেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসকে সমর্থন করছেন।
নিজের টুইটার পোস্টে ‘রক’ লিখেছেন, ‘আগে আমি দুই দলকেই ভোট দিয়েছি। এবার জো বাইডেন ও কমলা হ্যারিসকে সমর্থন জানাচ্ছি। প্রগতির জন্য দরকার সাহস, মানবিকতা, সহানুভূতি, শক্তি, দয়া ও সম্মান।’
এ টুইটের সঙ্গে ‘জুমানজি’ তারকা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে বাউডেন ও কমলা হ্যারিসের সঙ্গে কথা বলতে দেখা যায়।
Tag: Advertisement games

No comments: