৩ মাস পেশা থেকে বিরত থাকতে হচ্ছে ইউনুছ আলীকে
দেশের বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট দেয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে ৩ মাস আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সশরীরে উপস্থিত হয়ে ইউনুছ আলী আকন্দ নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। এরপর এ বিষয়ে শুনানি শেষে আজ সোমবার আদেশের জন্য দিন ঠিক করেছিলেন আপিল আদালত।
এছাড়া এদিন সকালে ভার্চুয়াল শুনানিতে টেকনিক্যাল সমস্যা সৃষ্টি হওয়ার কারণে সুপ্রিমকোর্টের সকল আইটি অফিসারকে শোকজ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি রেজিস্টার জেনারেলকে বলেন, সকল আইটি অফিসারকে আজকের মধ্যে শোকজ নোটিশ দেবেন।
No comments: