Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আইসিসি সভাপতির দৌড়ে খাজা-বার্কলে




আইসিসি সভাপতির দৌড়ে খাজা-বার্কলে

টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে আইসিসির সভাপতি পদ থেকে ১ জুলাই পদত্যাগ করেন শশাঙ্ক মনোহর। এরপর থেকেই শূন্য পড়ে আছে সর্বোচ্চ পদটি। কে পূরণ করবেন সেই শূন্যস্থান? নতুন সভাপতি নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেয়া শুরু করে ক্রিকেটের অভিভাবক এই সংস্থাটি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের মতে, এখন পর্যন্ত সভাপতি পদের দৌড়ে এগিয়ে রয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও বর্তমান অন্তর্বর্তী আইসিসির চেয়ারম্যান ইমরান খাজা। ইমরান খাজা সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। ২০০৮ সাল থেকে আইসিসির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। শুরুতে আইসিসির প্রতিনিধি এবং পরে সহযোগী সদস্য দেশগুলোর সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এরপর ২০১৭ সালে আইসিসির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর আইসিসি আবারও খাজাকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে বেছে নেয়। বর্তমানে অন্তর্বর্তীকালীন ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে, গ্রেগ বার্কলে ২০১৪ সালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আইসিসির বোর্ডে যোগদান করেছিলেন। পরে ২০১৬ সালে তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। আইসিসির সর্বোচ্চ পদে আসীন হতে দু'জনের মধ্যে কে সবচেয়ে বেশি এগিয়ে, তা এখনো বলা যাচ্ছে না। দু'জনেরই আছে পূর্ব অভিজ্ঞতা। ধারণা করা হচ্ছে ভোটের মাধ্যমেই আইসিসির সভাপতি নির্বাচিত হতে পারেন এই দু'জনের যে কোন একজন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply