বিধিমালা লঙ্ঘনের দায়ে কংগ্রেস নেতা রাহুল-প্রিয়াঙ্কার নামে মামলা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাবেশ করায় ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধি ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধির নামে মামলা দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। নথিতে রয়েছে আরও দেড় শতাধিক কংগ্রেস নেতা-সমর্থকের নাম।
বৃহস্পতিবার রাজ্যের হাথরস এলাকায় কংগ্রেসের সফর ঠেকাতেই জারি ছিলো ১৪৪ ধারা। কিন্তু, সেটি উপেক্ষা করেই রওনা হন নেতারা। পুলিশ বাধা দিলে, ধস্তাধস্তির একপর্যায়ে আটক করা হয় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিকে। বিকেল নাগাদ বিধিমালা লঙ্ঘনের দায়ে মামলা দায়েরের পাশাপাশি তাদের গ্রেফতার দেখানো হয়। এলাহাবাদ হাইকোর্টের হস্তক্ষেপ শেষে, কয়েক ঘণ্টা পরই তাদের ছেড়ে দেয় পুলিশ।
দু’সপ্তাহ আগে উত্তর প্রদেশের এক দলিত তরুণীকে গণধর্ষণ করা হয়। মঙ্গলবার, তার মৃত্যু হলে গোপনেই মরদেহ দাহ করে পুলিশ। ঘটনা প্রকাশ পেলে, তীব্র ক্ষোভ ছড়ায় ভারতজুড়ে। সেই পরিবারের সাথেই সাক্ষাতের চেষ্টা করছিলেন কংগ্রেস নেতারা।
Tag: Advertisement others world

No comments: