Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হাইভোল্টেজ ম্যাচে লড়বে ম্যানইউ-টটেনহ্যাম




হাইভোল্টেজ ম্যাচে লড়বে ম্যানইউ-টটেনহ্যাম

বিগ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। পয়েন্ট টেবিলে আশানুরূপ অবস্থানে নেই দু'দলই। তাই হাইভোল্টেজ লড়াইয়ে পয়েন্ট হারাতে চায় না কেউই। টানা ম্যাচ খেলায় কিছুটা ক্লান্ত স্পাররা। এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে ইউনাইটেড। এমনটাই মনে করেন টটেনহ্যাম কোচ হোসে মরিনিয়ো। স্পেশাল ওয়ান খ্যাত কোচ মরিনিয়োর পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত রেড ডেভিলদের কোচ ওলে গানার সোলশায়ার। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। দুই মৌসুম আগে ছিলেন যাদের কোচ, এবার তাদেরই প্রতিপক্ষ। ম্যানচেস্টার নয়, এখন ঠিকানা লন্ডন। টটেনহ্যাম ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে আলোচনায় হোসে মরিনিয়োর ওল্ড ট্রাফোর্ডে ফেরা। ডেভিলদের বর্তমান গুরু ওলে গানার সোলশায়ার ভাবেন না ওসব নিয়ে। মাঠের খেলায় অতিথিপরায়ণ নয়, লড়াকু প্রতিপক্ষকেই দেখবে স্পাররা। লড়াইয়ের জন্য বেশ ফিট একটা স্কোয়াডই পাচ্ছে ইউনাইটেড। ইপিএলে সবশেষ ৩ দেখায় টটেনহ্যামের বিপক্ষে হারেনি তারা। লিগে স্পাররা প্রিয় প্রতিপক্ষ ম্যানচেস্টার সেনানীদের। টটেনহ্যামের বিপক্ষে ৩৫ জয়ের চেয়ে, কেবল এভারটনের বিপক্ষেই বেশি জয় আছে রেড ডেভিলদের। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সোলশায়ার বলেন, 'হ্যারি ম্যাগুইয়ার আঘাত পেয়েছিলো। তবে, আশা করি তাকে ফিটই পাবো। এছাড়া নতুন কোনো ইনজুরি সমস্যা নেই। মরিনিয়ো দুর্দান্ত কোচ। তবে, আমি কারও কথার মারপ্যাঁচ কিংবা মাইন্ডগেমে ভড়কে যাইনা। ওদের দলে হ্যারি কেইনের মতো স্ট্রাইকার আছে। ওকে আটকে রাখার মতো পরিকল্পনাও আমার আছে। খেলোয়াড়রা আগের চেয়ে ফিট হয়ে উঠেছে, গুছিয়ে উঠেছে। খুব শিগগিরই মাঠে এর প্রতিফলন দেখা যাবে। হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে থাকা সন হিউং মিনেকে এ ম্যাচেও পাওয়া যাচ্ছেনা। রিয়াল মাদ্রিদ থেকে পুরনো ঠিকানায় ফেরা গ্যারেথ বেল অবশ্য এখনই নামতে পারছেন না। ইউরোপা লিগের ম্যাকাবি হাইফার বিপক্ষে ৭-২ গোলে জয়ের পর বেশ চনমনে স্পাররা। তবে, এক সপ্তাহে লিগ কাপ, ইউরোপা লিগের পর ইপিএলে বিগ ম্যাচের আগে খানিকটা পরিশ্রান্ত মরিনিয়োর শিবির। টটেনহ্যাম কোচ হোসে মরিনিয়ো বলেন, 'ব্যস্ত সূচিতে অভ্যস্ত হয়ে গেছি। ভাবতে হবে, সপ্তাহের শেষ ম্যাচ এটা। ম্যানচেস্টার ইউনাইটেড এ সপ্তাহে এক ম্যাচই খেলেছে। এবং আমার ধারণা গত ম্যাচের অনেকেই আমাদের বিপক্ষে খেলবে না। কিন্তু, আমরা সেখানের পৌঁছানোর আগ পর্যন্ত দল বা পরিকল্পনা নিয়ে আলোচনা করার খুব একটা সুযোগ পাবো না।' মাঠে নামার আগে নানা কথায় প্রতিপক্ষকে নাজেহাল করতে সিদ্ধহস্ত কোচ মরিনিয়ো। তবে, স্পেশাল ওয়ানকে একরকম চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন সোলশায়ারও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply