মানিকগঞ্জেকলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় মানিকগঞ্জে সাদ্দাম মিয়া নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায়, মামলার আরও দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সাদ্দাম মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোবর নার্সি গ্রামে।
বেকসুর খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সম্ভু সরকার ও তপু পাল। মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের সস্পেশাল পিপি এ কে এম নুরুল হুদা রুবেল বলেন, ২০১২ সালের ৮ নভেম্বর আসামি সাদ্দাম মিয়া বিয়ের প্রলোভনে কলেজছাত্রী তুহিন সুলতানা আক্তার মিমকে তার বাড়িতে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করে।এরপর তার গায়ের স্বর্ণালংকারসহ ঘরে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এই স্বর্ণালংকার অপর আসামি সম্ভু সরকার এবং তপু পালের কাছে বিক্রি করা হয়।
এ ঘটনায় মিমের বাবা ছানোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরের বছর এই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন।
Tag: politics Zilla News
No comments: