Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মহাসংকটে ধোনি




মহাসংকটে ধোনি

'ক্যাপ্টেন কূল' হিসেবে ক্রিকেট দুনিয়ায় খ্যাতি মাহেন্দ্র সিং ধোনির। দলের বিপদে ত্রাতা হয়ে ওঠেন, ছন্নছাড়া দলকে একাট্টা করতে পারেন, ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন। এসবই ধোনির পরিচায়ক। সেই তিনিই এবার পড়েছেন মহাসংকটে। কোনোভাবেই দলকে উদ্ধার করতে পারছেন না। ৩ বারের চ্যাম্পিয়ন তার দল চেন্নাই সুপার কিংস এবার একেবারে তলানির দিকে। ৮ দলের টুর্নামেন্টে তাদের অবস্থান ৬। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫টিতেই হেরেছে ধোনির দল। অবস্থা যখন এমন, চারপাশ থেকে ধেয়ে আসছে সমালোচনার তীর। ধোনির সাবেক সতীর্থ ও ভারতীয় কিংবদন্তি বিরেন্দর শেওয়াগ তো বলেই দিয়েছেন, চেন্নাইয়ের ব্যাটসম্যানদেরকে তার কাছে সরকারি চাকরিজীবি মনে হয়। তাদের খেলা দেখে ভীষণ বিরক্ত সবাই। এ অবস্থায় মুখ খুলেছেন ধোনিও। সেখানে তার কণ্ঠেও রীতিমতো হতাশা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে হারের পর ধোনি বলেন, জাহাজে অনেকগুলো গর্ত। একপাশে ঠিক করতে গেলে অন্যপাশের ফুটো দিয়ে পানি ঢুকে জাহাজটা ডুবিয়ে দিচ্ছে। আমাদের দায়িত্বগুলো সামষ্টিকভাবে পালন করতে হবে। ধোনিসহ দলের ব্যাটসম্যানদের অবস্থা ভয়াবহ। গেল ম্যাচেও কোহলিদের দেয়া ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৩২ রানে গুটিয়ে গেছে চেন্নাই। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন ধোনিও। তিনি বলেন, ব্যাটিংটাই আমাদের মূল সমস্যা। ব্যাটিং নিয়ে আমাদের কিছু একটা করা উচিত। আমাদের একজন ব্যাটসম্যানও ফর্মে নেই। এভাবে চলতে পারেনা। এর আগে দলের খেলোয়াড়দের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বেশ সুনাম ছিল ক্যাপ্টেন কুলের। তবে এবার ব্যাটসম্যানদের সমালোচনায় যোগ দিলেন ধোনিও। তিনি বলেন, আমাদের ব্যাটিংয়ে অনেক ঘাটতি আছে। ৬ষ্ঠ ওভার থেকেই আরো বেশি হিট করা উচিত। কিন্তু সেটা আমরা পারছিনা। ফলে ১৫-১৬ ওভার পর লোয়ার অর্ডারের ওপর চাপ তৈরি হয়। কাউকে আপনি যতোই সাপোর্ট দেন না কেন, নিজের খেলাটা আপনাকেই খেলতে হবে। আপনাকেই পরিকল্পনা করতে হবে কিভাবে আপনি খেলবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা কেউই মনে হচ্ছে এখনো মানিয়ে নিতে পারিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply